‘প্রচণ্ড খিটখিটে…’, সারেগামাপা বিজয়ী পদ্ম পলাশকে নিয়ে দিদির কাছে নালিশ বউয়ের!
তাঁর সুরেলা কন্ঠের জাদুতে মুগ্ধ গোটা বাংলা। কীর্তন থেকে ফোক বা রবীন্দ্রসঙ্গীত কিংবা গণেশ বন্দনা, অথবা ফিল্ম গান— সব রকমের গানেই তাঁর সুমধুর কন্ঠ দর্শকদের তৃপ্তি দেয়। কিন্তু বাস্তব জীবনে নাকি মোটেই ‘মিষ্টি’ নন পদ্ম পলাশ, বরং ‘প্রচণ্ড’ খিটখিটে! না, এ কথা আর কেউ নন বরং বলেছেন তাঁর স্ত্রী!
রবিবার দিদির মঞ্চে স্ত্রী রুনু হালদারকে নিয়ে হাজির হবেন পদ্ম পলাশ। সেখানেই রচনার সামনে বরের নামে নালিশ করতে শোনা যাবে রুনুকে। জি বাংলার তরফে প্রকাশ্যে এসেছে এপিসোডের প্রোমো। সেখানে সারেগামাপা চ্যাম্পিয়ানের স্ত্রীকে বলতে শোনা গেল, ‘প্রচণ্ড খিটখিটে… একটা রান্না করে নিয়ে গেলাম, সেটা কেমন হয়েছে বলবে না’। পাশে দাঁড়িয়ে তখন মুচকি হাসছেন গায়ক, নিজের ডিফেন্সে কড়া জবাবও দিলেন তিনি। রচনাকে পালটা জবাব দেন, ‘ও একবার একটা কাতলা মাছের ভাপা তৈরি করেছিল। ওটা খেয়ে রান্নাটার প্রতি শ্রদ্ধা চলে গেছে’। এরপর হাসি চাপতে পারেননি রচনাও। তিনজনেই হাসিতে ফেটে ফেলেন। স্বামী-স্ত্রীর খুনসুটির এই ঝলক দর্শক যে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন-গুরুজির ছাত্র বলে..’, স্বজনপোষণ বিতর্ক থেকে কাবোর সঙ্গে লড়াই, জবাব পদ্ম পলাশের
লক্ষ্মীকান্তপুরের মধ্যবিত্ত পরিবারের ছেলে পদ্ম পলাশ। ছোট থেকেই সঙ্গীতের দুনিয়াতেই তিনি বড় হয়েছেন। চলতি মাসের গোড়াতেই জি বাংলা সারেগামাপা-র খেতাব জিতে নিয়েছেন পদ্ম পলাশ হালদার। অস্মিতা করের সঙ্গে যৌথভাবে বিজয়ীর ট্রফি হাতে উঠেছিল তাঁর। সেই সাফল্য চুটিয়ে উপভোগ করছেন গায়ক। এর মাঝেই বাংলা টেলিভিশনের সবচেয়ে পপ্যুলার গেম শো’তে সস্ত্রীক হাজির তিনি।
এদিন সাদা রঙা ধুতি ও পাঞ্জাবিতে একদম বাঙালি সাজে পাওয়া গেল পদ্ম পলাশকে। অন্যদিকে সি-গ্রিন ভারী সিল্ক শাড়িতে সেজেছিলেন তাঁর স্ত্রী। পদ্ম পলাশ দিদির মঞ্চে হাজির হবেন, আর গান হবে না সেটা কি সম্ভব! এদিন ফের এক একবার ‘গণেশ বন্দনা’ করতে দেখা যাবে তাঁকে।
দু-দিন আগেই সোশ্যাল মিডিয়া পোস্টে নতুন গাড়ি কেনবার কথা জানিয়েছিলেন পদ্ম পলাশ। নিজের পরিশ্রমের টাকায় ইনোভা ক্রিস্টা গাড়িটি কিনেছেন তিনি। আপতত বাংলাদেশে রয়েছেন গায়ক। সারেগামাপার খেতাব জয়ের পর এই প্রথম দেশের বাইরে পা রাখলেন শিল্পী। এই ট্যুর নিয়ে বেজায় উত্তেজিত গায়ক।
আরও পড়ুন-স্বপ্নপূরণ পদ্ম পলাশের! বিলাসবহুল গাড়ি কিনলেন সারেগামাপা বিজয়ী, দাম কত জানেন?
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here