প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির শিকার! ধর্ষণের হুমকি রূপান্তরকামী ইউটিউবার মন্টিকে
বাংলার অন্যতম জনপ্রিয় ইউটিউবার তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মন্টি রায় (Montii Roy)। টিকটকে ট্রান্সফরমেশন ভিডিয়ো বানিয়ে ভাইরাল হয়েছিল মন্টি, এরপর ফেসবুক, ইনস্টাগ্রামে জনপ্রিয়তা পান এই রূপান্তরকামী ইউটিউবার। প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির শিকার হয়েছেন মন্টি, এমনই অভিযোগ তাঁর। ঘটনা সোদপুরের ধানকল মোড়ে গুরুনানক কলেজ সংলগ্ন এলাকায়।
ফেসবুক লাইভে এসে মন্টি জানান, সোমবার প্রেমিকের সঙ্গে বেরিয়ে পথে আচমকাই এক মদ্যপ যুবক মন্টির গোপনাঙ্গে হাত দেয়। মন্টি ও তাঁর প্রেমিক প্রতিবাদ জানালে হুমকি,গালিগালাজের শিকার হয় তাঁরা। মন্টির কথায়, ওই মদ্যপ যুবক খারাপভাবে তাঁর শরীরে স্পর্শ করে। এরপর প্রতিবাদ করলে তাঁর বন্ধু বান্ধবরা এসে উল্টে মন্টিদের উপরই চড়াও হয় এবং মন্টিকে ‘হিজড়া’, ‘ছক্কা’-সহ নানাভাবে কটূক্তি করে অপদস্থ করবার চেষ্টা করে। এমনকী মন্টির বয়ফ্রেন্ডকে ধাক্কা মারে বলেও অভিযোগ।
ঝামেলার বেশকিছু ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়া। মন্টি নিজেও সেই ভিডিয়ো আপলোড করে সুবিচার চেয়েছেন। এই মর্মে নিজের মেডিক্যাল পরীক্ষা করিয়ে খড়দা থানাতে মঙ্গলবার অভিযোগ জানান মন্টি। যদিও তাঁর অভিযোগ শুরুতে পুলিশ অভিযোগ নিতে চায়নি। অথচ মন্টির ভাইরাল ভিডিয়োটি সকলে দেখেছে থানায়, পুলিশের এমন ব্যবহারে খানিক হতবাক ইউটিউবার। যদিও খড়দা থানার অফিসার ইনচার্জ মন্টিকে আশ্বস্ত করেছেন ঘটনার তদন্ত করা হবে। মন্টির প্রশ্ন, ‘ট্রান্সওম্যান মানে আমি কি মানুষ নয়?’ আপতত বেজায় ভয়ে রয়েছেন মন্টি। অভিযুক্তদের থেকে ‘ধর্ষণের হুমকি’ পাচ্ছেন তিনি থানার সামনে থেকে লাইভ ভিডিয়োয় এমনটাই বলতে শোনা যায় মন্টিকে।
For all the latest entertainment News Click Here