প্রকাশ্যে ‘সন্ধ্যাতারা’র সম্প্রচারের সময়! ‘গুড্ডি’ না ‘মেয়েবেলা’, কার জায়গা নিল?
দিনকয়েক আগেই এসেছিল ‘সন্ধ্যাতারা’র প্রোমো। জি বাংলার জনপ্রিয় নায়িকা অন্বেষা হাজরা ফিরেছিলেন স্টার জলসায়। সেই থেকেই ধারণা করা হয়েছিল প্রাইম টাইমেই জায়গা হবে এই ধারাবাহিকের। কেউ কেউ গুড্ডি বন্ধ হবে ভাবলেও, অনেকেই ধারণা করে নিয়েছিলেন হয়তো কপাল মেয়েবেলারই পুড়বে।
মঙ্গলবার চ্যানেলের তরফ থেকে সামনে আনা হল ‘সন্ধ্যাতারা’-র সম্প্রচারের সময়। ১২ জুন থেকে সোম থেকে রবি দেখানো হবে এই মেগা। আর আসবে বিকেল ৭.৩০-এর স্লটে। অর্থাৎ মুখোমুখি হবে জি বাংলার জনপ্রিয় মেগা গৌরী এলো-র।
গত মাসেই মেয়েবেলা ধারাবাহিক আচমকা ছেড়ে দেন রূপা গঙ্গোপাধ্যায়। সেই সময় স্লট না পেলেও, টিআরপি তালিকার সেরা দশে জায়গা করে নিচ্ছিল সিরিয়ালখানা। গল্পও ধীরে ধীরে মনে জায়গা করছিল সকলের। বিশেষ করে মৌ আর ডোডোর সমীকরণ। তবে রূপা ছাড়তেই হল ছন্দপতন। নতুন বীথিকা মিত্র হিসেবে অভিনেত্রী অনুশ্রী দাসকে সেভাবে আপন করে নিতে পারল না দর্শকরা। গত সপ্তাহে টিআরপি ছিল ৪.৭।
যদিও ‘মেয়েবেলা’ বন্ধ হবে না স্লট পরিবর্তন, তা এখনও স্পষ্ট নয়। অন্তত চ্যানেলের তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে স্লট ফাঁকা নেই বললেই চলে। সব ধারাবাহিকই হয় সবে শুরু হয়েছে, বা টিআরপি-তে বেশ ভালো জায়গায় আছে। তাই হয়তো শেষই করা হবে এই সিরিয়াল। মন খারাপ ধারাবাহিকের দর্শকদের।
এদিকে ‘সন্ধ্যাতারা’-র গল্প সন্ধ্যা আর তারা নামের দুই বোনকে নিয়ে। যারা একই ছেলেকে ভালোবাসে। মুখ্য চরিত্রে রয়েছেন অন্বেষা হাজরা, সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়। অমৃতা দেব রয়েছেন অন্বেষার বোনের চরিত্রে। দুই বোনের খুব ভাব। বিধবা মা বড় করেছেন মেয়েদের। কিন্তু একদিন দুই বোন জানতে পারবে তাঁদের মনের মানুষ একই জন। এক জ্যোতিষ তাদের জানিয়েছে, ভালোবাসার জন্য যে স্বার্থপর হতে পারবে, সুখী হবে সে। কিন্তু, দু’জনেই চায় অন্যজন সুখী হোক। কার প্রেম পূর্ণতা পাবে সেটাই দেখার।
স্টার জলসায় জুন থেকে আরও একটি মেগা শুরু হচ্ছে। তা হল তুঁতে। ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখা এক গ্রামের মেয়ের গল্প নিয়ে এই সিরিয়াল। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন দীপান্বিতা রক্ষিত আর সৈয়দ আরেফিন। ৫ জুন থেকে সন্ধে ৭টায় দেখানো হবে এই মেগা। সরছে গাঁটছড়া রাত সাড়ে দশটায়।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here