প্রকাশ্যে তারিণীখুড়োর ট্রেলার, কেউ বলছে ‘ঘুম পাচ্ছে’ তো কেউ পেল ‘রহস্যের ডাক’
Satyajit Ray’s Tarini Khuro: প্রকাশ্যে এল গল্প বলিয়ে ‘তারিণীখুড়ো’র প্রথম ঝলক। সত্যজিৎ রায়ের এই অনবদ্য সৃষ্টি নিয়ে যে সিনেমা হচ্ছে বলিউডে সে খবর আগেই ছিল। এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। তারিণীর ভূমিকায় পরেশ রাওয়ালকে কেমন লাগল সবার?
বেনিয়াটোলা লেনের তারিণীচরণ বন্দোপাধ্যায় বাঙালি পাঠকদের কাছে একটা ইমোশন। বয়স পেরিয়ে গেলেও যেন মনে হয় খুড়োর মুখে গল্প শুনতে বসে যাই পল্টু, নেপলাদের মতো আমরাও। বাংলা সাহিত্যের এক অনবদ্য সৃষ্টিকেই গোটা বিশ্বের সামনে তুলে ধরার প্রয়াস নিয়েছিলেন পরিচালক পরিচালক অনন্ত মহাদেবন। মুখ্য চরিত্রে রয়েছেন পরেশ। এছাড়াও তাঁকে সঙ্গ দিয়েছেন আদিল হুসেন, অনিন্দিতা বসু, রেবতী, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, রোহিত মুখোপাধ্যায়রা।
দীর্ঘ পেশাদার জীবন তারিণীখুড়োর, আর সেটার টানেই তিনি ছুটে বেরিয়েছেন দেশের নানা প্রান্তে। অভিজ্ঞতার ঝুলি যত ভরেছে, ততই তা বেরিয়ে এসেছে সান্ধ্য আড্ডায়। তাঁর বলা প্রতিটা গল্পই রোমহর্ষক। রয়েছে টানটান উত্তেজনা। বারবার সংকটে পড়েছেন, আর উপস্থিত বুদ্ধি দিয়ে তার থেকে বেরিয়ে এসেছেন তা টানে সব বয়সী মানুষদের।
বলে রাখা ভালো তারিণীখুড়ো-কে নিয়ে তৈরি হিন্দি সিনেমার নাম রাখা হয়েছে ‘দ্য স্টোরিটেলার’ (The Storyteller)। লেকমার্কেট, কুমোরটুলির মতো কলকাতার একাধিক জায়গায় শ্যুটিং করেছেন পরেশ। ট্রেলার দেখে আপাতত মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মনে করছেন, ট্রেলারের পরতে পরতে জড়িয়ে আছে রহস্য়। আবার কারও মত, ট্রেলার বড্ড একঘেয়ে। একটু স্লো। তারিণীখুড়োর গল্প পড়তে গিয়ে মনে যে উত্তেজনা তৈরি হত, ট্রেলারে সেটারই খামতি রয়ে গিয়েছে।
কবে এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে তা এখনও স্পষ্ট নয়। তবে দেখার অবশ্যই বাঙালির ইমোশনকে কতটা ধরে রাখতে পারে সিনেমাটায
For all the latest entertainment News Click Here