প্রকাশ্যে জিনাতের থেকে ক্ষমা চাইলেন বিন্দু, কোন ভুলের জন্য করলেন এমন
৭০-৮০ দশকের অন্যতম পরিচিত অভিনেত্রী হলেন বিন্দু (Bindu)। তিনি তাঁর করা খলনায়িকার চরিত্রগুলোর জন্য সবার মনে দাগ কেটে গিয়েছেন। একই সঙ্গে তাঁর নাচের জাদুতেও মুগ্ধ করেছেন সবাইকে। হাম আপকে হ্যায় কৌন (Hum Apke Hain Kaun) ছবিতে তাঁর অভিনয় আজও সবার মনে থেকে গিয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে একাধিক বিষয়ে এই অভিনেত্রী নিজের মতামত জানালেন। সেখানেই তিনি জিনাত আমানকে (Zeenat Aman) নিয়ে কথা বলেন।
বর্ষীয়ান অভিনেত্রী তাঁর দেওয়া একটি সাক্ষাৎকারে জানান তিনি ১৮ বছরেই বিয়ে করেছিলেন। তবুও ভক্তদের থেকে তাঁদের বহু ভালোবাসা পেয়েছেন। সহ্য করেছেন অনেক পাগলামি। একবার নাকি তাঁকে এক ব্যক্তি রক্ত দিয়ে চিঠি লিখে পাঠিয়েছিলেন তখন তাঁকে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হতে হয়।
এরপর সেই সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় ৭০-৮০ দশকে কে সব থেকে বড় ফ্লার্টি ছিলেন? কে তাঁর সহ অভিনেতাদের সঙ্গে ফ্লার্ট করতেন? এর উত্তরে বিন্দু বলেন, ‘জিনাত আমান।’ তাঁদের একত্রে প্রেম শাস্ত্র, চোর কে ঘর চোর, লাওয়ারিস, ইত্যাদি ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল। সেরা ফ্লার্ট হিসেবে জিনাতের নাম করার পর তিনি জিনাতের থেকে খোঁজা চেয়ে বলেন, ‘সরি জিনাত জি।’ তারপর বলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং রাজেশ খান্না (Rajesh Khanna) এমন দুই অভিনেতা ছিলেন যাঁরা গোটা সিনটা বদলে দিতে পারতেন নিজেদের ইচ্ছায়। একই সঙ্গে তিনি এই সাক্ষাৎকারে বলেন শর্মিলা ঠাকুর সেই সময়ের সব থেকে স্টাইলিশ ব্যক্তি ছিলেন।
প্রসঙ্গত বিন্দুকে শেষবার মেহবুবা ছবিতে দেখা গিয়েছিল। এর আগে যদিও তিনি ম্যায় হু না, ওম শান্তি ওম ইত্যাদির মতো ছবি করেন। অন্যদিকে জিনাত আমান সদ্যই ইনস্টাগ্রামে এলেও হুহু করে তাঁর ফলোয়ার সংখ্যা বাড়ছে। একই সঙ্গে তাঁকে আগামীতে মারগাঁও : দ্য ক্লোজড কেস এবং শোস্টপার শোতে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here