প্রকাশ্যে চুমু, ডায়েট ভুলে চাটলেন আইসক্রিম! রোমে প্রেমে মজে নিক-প্রিয়াঙ্কা
রোমে ছুটির মেজাজে ধরা দিলেন নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া। নিক তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো আপলোড করেছেন। যেখানে প্রকাশ্য রাস্তায় তাঁদের চুমু খেতে দেখা গেল। খেলেন আইসক্রিমও। দম্পতি ঘুরে দেখেন ইতিহাস-খ্যাত কলোসিয়াম।
নিককে ভিডিয়োতে দেখা গেল সাদা টি-শার্ট আর লাল শার্টে। সঙ্গে চোখে কালো সানগ্লাস। প্রিয়াঙ্কা পরেছিলেন অলিভ রঙের কোঅর্ড সেট আর লেদার জ্যাকেট। ভিডিয়োটির ক্যাপশনে ‘রোম’ লিখেছেন গায়ক। প্রিয়াঙ্কা চোপড়া তার আসন্ন সিরিজ ‘সিটাডেল’-এর প্রচারের জন্য রোমে রয়েছেন। আর বউকে সঙ্গ দিয়েছেন নিক।
এই পোস্টে কমেন্ট করেছেন নিক-প্রিয়াঙ্কার ভক্তরা। একজন লিখলেন, ‘পৃথিবীর সেরা দম্পতি। কী ভালো লাগে দুজনকে একসঙ্গে।’ অপরজন লিখলেন, ‘যেন রামধনু উঠেছে আকাশে’।
২০১৮ সালের ১ ডিসম্বর নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা চোপড়া। রাজস্থানের উমেদ ভবনে বসেছিল নিক-প্রিয়াঙ্কার বিয়ের রাজকীয় আসর। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই হয়েছিল বিয়ের অনুষ্ঠানের আয়োজন। পরপর ৩ দিন ধরে চলে বিয়ের সব আচার অনুষ্ঠান। প্রথমে খ্রিস্টান রীতিতে নিক জোনাসের সঙ্গে বিয়েটা হয়। তারপর হিন্দু রীতিতে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। নিয়ম মেনে মালাবদল, মঙ্গলসূত্র পরানো সব হয়েছিল। তারপর রিসেপশন পার্টি দেন দিল্লি এবং মুম্বইতে। সেখান থেকে সোজা চলে যান মার্কিন মুলুকে। নিকের পরিবারের সঙ্গে খ্রিস্টমাস কাটিয়ে উড়ে যান মধুচন্দ্রিমায়। সুইজারল্যান্ড আর হাওয়াই ঘোরেন বিয়ের পরপর।
এরপর ২০২২ সালের শুরুতে আসে প্রিয়াঙ্কার মা হওয়ার খবর। সারোগেসির মাধ্যমে জন্ম হয় নিকিয়াঙ্কা-কন্যা মালতী মেরি চোপড়া জোনাসের।
গত মাসে, বর আর মেয়েকে নিয়ে ভারতেও এসেছিলেন প্রিয়াঙ্কা। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMAAC)-এর উদ্বোধনে যোগ দেন নিককে নিয়েই। এটাই ছিল মালতী-র প্রথম ভারত সফর। যা বেশ উৎসাহিত করেছিল প্রিয়াঙ্কার অনুরাগীদের।
সঙ্গে মাসখানেক ধরে আরও এক কারণে খবরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের এক পডকাস্ট শো-তে গিয়ে বোমা ফাটান দেশি গার্ল। নিজের হলিউডে যাওয়া প্রসঙ্গে জানান, বলিউডে সেই সময় তাঁকে কিছু মানুষ কোনঠাসা করার চেষ্টা করেছিল। আর এই ‘নোংরা রাজনীতি’র সঙ্গে পাল্লা দিতে না পেরে তিনি বলিউড ছেড়ে হলিউডে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সঙ্গে সিটাডেলে-র ট্রেলার লঞ্চে অভিনেত্রী সাফ বলে দিয়েছেন, কেরিয়ারের এমন পর্যায়ে তিনি পৌঁছেছেন যেখানে আর অপছন্দের মানুষের সঙ্গে কাজ করতে চান না। বলে রাখা ভালো, প্রিয়াঙ্কাকে বলিউডে দেখা যাবে জি লে জারা-তে ক্যাটরিনা কাইফ আর আলিয়া ভাটের সঙ্গে। তবে অভিনেত্রী সাফ জানিয়েছেন এখনই এই সিনেমা ফ্লোরে যাচ্ছে না।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here