প্যান্ট-স্যুটের সঙ্গে অজয়ের ঘড়ি পরে রেড কার্পেটে রাজ কাজলের, বাকিরা কী সাজলেন
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে ঝলমলে পোশাকে দ্যুতি ছড়িয়েছেন অভিনেত্রী কাজল। জমকালো প্যান্ট স্যুটে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিনেত্রী। স্বামী অজয় দেবগন এবং সলমন খান, আমির খান ও শাহরুখ খান ত্রয়ীকে এই পোশাকের পিছনের অনুপ্রেরণা হিসাবে কৃতিত্ব দিয়েছেন।
শিমারি কালো প্যান্ট স্যুটে ইনস্টাগ্রামের পাতায় ছবি শেয়ার করে কাজল লিখেছেন, ‘আজ রেড কার্পেটে নিজের নায়ক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সর্বকালের রেড কার্পেটের নায়ক অজয় দেবগন, সলমন খান, এসআরকে, আমির খানের থেকে অনুপ্রেরণা। এটা একজন মহিলার মতো করে। ক্রেডিট:- আইডিয়া:- আমার। পোশাক:- মণীশ মালহোত্রা। ঘড়ি:- আমার স্বামীর।’
কাজলের ছবিতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অভিনেত্রীর পোস্টে এক নেটিজেনের মন্তব্য, ‘আপনি থাকতে খানদের কী প্রয়োজন?’ অপর একজনের মন্তব্য, ‘ঘড়িটি জুম করে দেখুন কারণ এটি আপনার স্বামীর এবং আমার প্রিয় অজয় দেবগন স্যারের’। একটি ফ্যানপেজ লিখেছেন, ‘উজ্জ্বল ধারণা!’
কাজল ছাড়াও, জাহ্নবী কাপুর, আলয়া এফ, ভূমি পেদনেকর এবং রাকুল প্রীত সিংও রেড কার্পেটে তাঁদের স্টাইলিশ উপস্থিতিতে নজর কেড়েছেন। রুপোলি রঙের একটি গাউনে বাধাই দো-তে অভিনয়ের জন্য ‘সেরা অভিনেত্রী’ (ক্রিটিক্স) পুরস্কার পেয়েছেন।
স্ট্র্যাপলেস বেগুনি গাউনে ধরা দিয়েছেন জাহ্নবী কাপুর। সঙ্গে ডায়মন্ড চোকার নেকলেস পরেছেন তিনি। কার্লি হেয়ারে ধরা দিয়েছেন এই বলি ডিভা।
অন্যদিকে ধূসর রঙের টু-পিসে ধরা দিয়েছেন আলয়া এফ। তাঁর থেকে চোখ সরছে না নেটিজেনের।
উল্লেখ্য, ৬৮ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সঞ্চালকের আসনে ছিলেন সলমন খান। তাঁর সঙ্গে সহ সঞ্চালক হিসেবে ছিলেন আয়ুষ্মান খুরানা এবং মণীশ পাল। এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য সব থেকে বেশি নমিনেশন পেয়েছিল সঞ্জয় লীলা বনসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, পুষ্কর গায়ত্রীর ‘বিক্রম বেদা’, এবং বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’।
For all the latest entertainment News Click Here