প্যাডে লাগলে ক্যাচ দিচ্ছেন, ব্যাটে লাগলে LBW, এ কেমন আম্পায়ারিং IPL-এ? ভিডিয়ো
ইনিংসের প্রথম ওভারে মুস্তাফিজুর রহমানের প্রথম বল অজিঙ্কা রাহানের প্যাডে লেগে উইকেটকিপার ঋষভ পন্তের দস্তানায় জমা পড়ে। দিল্লির আবেদনে সাড়া দিয়ে রাহানেকে কট বিহাইন্ড আউট দেন আম্পায়ার জয়রমন। রিভিউ নিয়ে বেঁচে যান অজিঙ্কা।
ঠিক তার পরের বলই ব্যাটের কানায় লেগে রাহানের প্যাডে গিয়ে লাগে। এক্ষেত্রে অজিঙ্কাকে LBW আউট দেন আম্পায়ার। এবারও রিভিউ নিয়ে বেঁচে যান রাহানে। ইনিংসের প্রথম ওভারের একেবারে প্রথম ২টি বলে পরপর অম্পায়ারকে নিজের সিদ্ধান্ত বদল করতে হয়। স্বাভাবিকভাবেই চাপ বাড়ে আম্পায়ারের উপর।
সেই চাপের ফলেই একই ওভারে ফের ভুল করতে দেখা যায় আম্পায়ারকে। এক্ষেত্রে তৃতীয় বলে আউট হওয়া সত্ত্বেও রাহানেকে আউট দেননি আম্পায়ার জয়রমন। মুস্তাফিজুরের বল রাহানের ব্যাটের কানা ছুঁয়ে পন্তের দস্তানায় পৌঁছয়। অদ্ভুতভাবে পন্ত-সহ দিল্লি শিবিরের কেউ আউটের আবেদনই জানাননি। ফলে সে যাত্রায় নিশ্চিত আউট হয়েও বেঁচে যান অজিঙ্কা।
এমনিতেই চলতি আইপিএলে আম্পায়ারিংয়ের মান নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। এবার কেকেআর বনাম দিল্লি ম্যাচে একই ওভারে আম্পায়ারের তিনটি ভুল সিদ্ধান্তের পরে সেই বিতর্কের আগুনে ঘি পড়ল বলা যায়।
এমন ভাগ্যের সাহায্য পেয়েও রাহানে বড় রানের ইনিংস গড়তে পারেননি। ১টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ৮ রান করে মাঠ ছাড়েন অজিঙ্কা।
For all the latest Sports News Click Here