পোয়া বারো প্রোটিয়াদের, শ্রীলঙ্কার মতো উইন্ডিজও সরাসরি 2023 ODI WC খেলতে পারবে না
হ্যামিল্টনে তৃতীয় ওয়ানডে-তে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর শ্রীলঙ্কা আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের টেবলে প্রথম আটের মধ্যে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল। সেই পথেই হাঁটল ওয়েস্ট ইন্ডিজ। তারাও প্রথম আটে জায়গা করে নিতে পারল না। যে কারণে শ্রীলঙ্কার সঙ্গে তাদেরও কোয়ালিফায়ার টুর্নামেন্টে খেলতে হবে।
দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওডিআইতে নেদারল্যান্ডসকে পরাজিত করার ফলে তারা ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবলের অষ্টম স্থানে উঠে এসেছে। যে কারণে ওয়েস্ট ইন্ডিজ নয়ে নেমে গিয়েছে। আর তাই তারা সরাসরি ২০২৩ ওডিআই বিশ্বকাপে খেলতে পারবে না। 2023 সালের বিশ্বকাপের জন্য দুটি স্থানের জন্য শ্রীলঙ্কা সহ অন্য নয়টি দলের সাথে একটি কোয়ালিফায়ার টুর্নামেন্ট খেলবে।
ওয়েস্ট ইন্ডিজের ৮৮ পয়েন্টই রয়েছে। তবে তারা নেমে গিয়েছে নয় নম্বরে। এ দিকে দক্ষিণ আফ্রিকা শেষ ওডিআই-তে নেদারল্যান্ডসকে হারিয়ে ৯৮ পয়েন্ট নিয়ে আটে উঠে এসেছে। শ্রীলঙ্কা আবার ৮১ পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়ে গিয়েছে।
আরও পড়ুন: লিগ টেবলের শীর্ষে RR, গত বারের চ্যাম্পিয়নরা চারে, হেরে KKR কত নম্বরে রয়েছে?
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবলের বাকি সাতটি জায়গায় রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড (১৭৫), ইংল্যান্ড (১৫৫), ভারত (১৩৯), বাংলাদেশ (১৩০), পাকিস্তান (১৩০ পয়েন্ট), অস্ট্রেলিয়া (১২০) এবং আফগানিস্তান (১১৫)। আর আট নম্বর দল হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
তৃতীয় ওডিআই-তে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৩৭০ রানের বিশাল স্কোর করে। এডেন মার্করাম ১২৬ বলে ১৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলে। ৬১ বলে দুরন্ত ছন্দে ৯১ রান করেন ডেভিড মিলার। ৫০ ওভারে ৮ উইকেটে ৩৭০ রান করে। নেডারল্যান্ডসের ফ্রেড ক্লাসেন, ভিভিয়ান কিঙ্গমা, পল ভ্যান মিকেরেন ২টি উইকেট নিয়েছেন। শরিজ আহমেদ এবং আরিয়ান দত্ত ১টি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: দল হারলেও Orange Cap-এর শীর্ষে CSK তরুণ, কোহলি তিনে, দেখুন পুরো তালিকা
জবাবে রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডস ৩৯.১ ওভারে ২২৪ রানে অলআউট হয়ে যায়। ৬৯ বলে ৬১ করেন মুসা আহমেদ। ৪৯ বলে ৪৭ করেন ম্যাক্স ও’দাউদ। ৩৩ বলে ৪২ করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তবে ৩৭১ করে জেতার মতো বিধ্বংসী মানসিকতা নেদারল্যান্ডসের কোনও ব্যাটার দেখাতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার সিসান্দা মাগালা একাই ৫ উইকেট তুলে নিয়েছেন। এডেন মার্করাম ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন, তাবরেজ শামসি। ১৪৬ রানে বড় জয় ছিনিয়ে নিয়ে দক্ষিণ আফ্রিকা সরাসরি ২০২৩ ওডিআই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল।
For all the latest Sports News Click Here