‘পেসার অধিনায়ক পায়নি ভারত’, টসে ইংরেজের ভুল ধরলেন বুমরাহ, বললেন কপিল দেব ছিলেন
ভারত নাকি কখনও পেসার অধিনায়ক পায়নি। টসের সময় এমনই দাবি করেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার তথা উপস্থাপক মার্ক বুচার। সেখানেই তাঁর ভুল ধরিয়ে দিলেন জসপ্রীত বুমরাহ। তাঁর প্রতিক্রিয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
শুক্রবার এজবাস্টনে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তাঁর সঙ্গে প্রথমে কথা বলেন বুচার। তারপর বুমরাহ কথা বলতে আসন। সেইসময় বুচার বলেন, ‘অভিনন্দন। পেসারকে খুব বেশি সময় অধিনায়ক হিসেবে দেখা যায় না। এর আগে কোনও পেসার ভারতের অধিনায়কত্ব করেননি।’ তাতে বুমরাহ বলেন, ‘সত্যি বলতে, সেটা আগেও হয়েছে। কপিল দেব অধিনায়ক ছিলেন।’ বুচার তখন বলেন, ‘অল-রাউন্ডার।’ তাতে বুমরাহ পালটা দেন, ‘ঠিক আছে। আপনি যদি বলেন, তাহলে অল-রাউন্ডার।’
(IND vs ENG-র পঞ্চম টেস্টের লাইভ আপডেট দেখুন এখানে)
এমনিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। তার ফলে ৩৫ বছর পর কোনও পেসার ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব করছেন। যিনি ইংল্যান্ড সিরিজে লর্ডস টেস্টে দুর্দান্ত ইনিংস খেলেছিল। নবম উইকেটে মহম্মদ শামির সঙ্গে তাঁর জুটিই সেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। যে ম্যাচে পঞ্চম দিনের সকালে ব্যাকফুটে ছিল ভারত, তা জিতে গিয়েছিল। অপরাজিত ৩৪ রান করেছিলেন বুমরাহ।
আরও পড়ুন: IND vs ENG: কপিল দেবের নজির স্পর্শ, এজবাস্টন টেস্টে ভারতের অধিনায়ক বুমরাহ, ডেপুটি পন্ত
ভারতের প্রথম একাদশ
শুভমন গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ (অধিনায়ক)।
For all the latest Sports News Click Here