পেলের শেষ যাত্রায় নেই নেইমার! বিতর্ক তুঙ্গে
কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৯ ডিসেম্বর মৃত্যু হয়েছে ফুটবল সম্রাট পেলের। বিশ্ব ফুটবলে অন্ধকারময় দিন নেমে এসেছিল। স্যান্টোসের বেলমিরো স্টেডিয়ামে রাখা হয়েছিল পেলের নিথর দেহ। সেখানেই সমর্থকরা পেলেকে শ্রদ্ধা জানান। বেলমিরো স্টেডিয়ামে পেলেকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো। অবশ্য় পেলের কফিনের সামনে সেলফি তুলে বিতর্কে জড়ান ফিফা সভাপতি।
তবে পেলের শেষ যাত্রায় দেখা যায়নি নেইমার, কাফু, রোনাল্ডোদের। কেন তারা গরহাজির ফুটবল সম্রাটের শেষ যাত্রায়? প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। কারণ বিশ্বকাপ চলাকালীন চোট পান নেইমার। সেই সময় অসুস্থ অবস্থাতেই নেইমারের পাশে দাঁড়িয়ে টুইট করেন পেলে। কিন্তু তাঁর শেষ যাত্রায় নেইমারকে না দেখায় বিতর্ক উঠতে শুরু করেছে।
বর্তমানে পিএসজি শিবিরে রয়েছেন নেইমার। ব্রাজিলে ফিরে গেলে পিএসজির ক্ষতি হতে পারে বলেই তিনি যাননি বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে নেইমারের বাবা বলেন, ‘পেলের মৃত্যুতে নেইমার গভীর ভাবে শোকাহত। ওর মন একেবারেই ভালো নেই। মানসিক দিক থেকেও ভেঙে পড়েছে।’
নেইমারের গরহাজিরায় সমালোচনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ব্রাজিলের এক সাংবাদিক লুইজ দাতেনা বলেছেন, ‘নেইমার যদি মন থেকে চাইত, তাহলে ও আসতেই পারত। পিএসজি টিম ম্যানেজমেন্টের কাছে জোর করলে ওকে ছেড়ে দিতে পারত। কিন্তু আমার মনে হয় নেইমান আসতেই চায়নি। পেলের শেষকৃত্যে থাকার জন্য ছুটি চাইলে ক্লাব দিত না, বিশ্বাস করি না।’
পেলে জাতীয় দলে খেলার সময় ১০ নম্বর জার্সি পরতেন। বর্তমানে সেই ১০ নম্বর জার্সি পরেন নেইমার। শেষযাত্রায় না এলেও পেলের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছিলেন নেইমার। ইনস্টাগ্রামে নেইমার লিখেছিলেন, ‘পেলের আগে ১০ নম্বর শুধুই একটা সংখ্যা ছিল। আমি বলব, পেলের আগে ফুটবল শুধুই একটা খেলা ছিল। তবে পেলে সব কিছু বদলে দিয়েছেন। এখন ফুটবল একটা শিল্প। যা সবাইকে আনন্দ দেয়। যা পেলের থেকেই শুরু হয়েছিল। গোটা বিশ্বের থেকে ভালবাসা আদায় করা একেবারেই সহজ কাজ নয়। যা আপনি পেয়েছিলেন। ধন্যবাদ রাজা আপনার জন্যই ব্রাজিলের ফুটবল আজ এত উপরে পৌঁছেছে।’
For all the latest Sports News Click Here