‘পেপা পিগ’ থিমে শিল্পা কন্যার জন্মদিন পার্টি, রাজ, শামিতারা হাজির,অন্দরের ভিডিয়ো
মেয়ে সামিশা শেট্টির তিন বছরের জন্মদিন ধুমধাম করে পালন করলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। পার্টির অন্দরের ঝলকও শেয়ার করলেন অভিনেত্রী। শিল্পা কন্যার জন্মদিন পার্টিতে হাজির হয়েছিলেন বলিউডের একগুচ্ছ তারকা এবং স্টার কিডরা। ভেন্যুর বাইরে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন তাঁরা।
মেয়ের তিন বছর বয়স পর্যন্ত এই প্রথম জন্মদিন পার্টি থ্রো করলেন শিল্পা এবং রাজ। পার্টির থিম ছিল ‘পেপা পিগ’। কার্টুন দুনিয়ার এক নামী ক্যারেক্টার এই পেপা পিগ। দাদা বিহান এবং অন্যান্য খুদে সঙ্গী সাথীদের সঙ্গে পার্টিতে জমিয়ে মজা করেছেন খুদে সামিশা। শিল্পার শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রচুর রাইড, রঙিন বেলুনে সাজানো, পেপা পিগের আদলে পোশাক পরা ব্যক্তিদের।
মেয়ের জন্মদিন পার্টির অন্দরের ঝলক শেয়ার করে শিল্পা লেখেন, ‘যখন মেয়ে ৩ বছরে পা রাখতে প্রথম কোনওপ্রকার জন্মদিন পার্টির ব্যবস্থা করা হয়। যেন মনে হচ্ছে কোনও ছোটখাটো বিয়ে’। পার্টিতে বাবা রাজ কুন্দ্রা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছবির জন্য় পোজ দিয়েছেন পুচকে সামিশা। আরও পড়ুন: প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদ, ৭-৮ বছর সময় নিয়েছেন সোহেলকে ‘হ্যাঁ’ বলতে, অকপট হনসিকা
ছেলে বিহান এবং মেয়ে সামিশার হাত ধরে অনুষ্ঠান স্থলে হাজির হন অভিনেত্রী শিল্পা শেট্টি। কালো টি-শার্ট এবং রঙিন স্কার্ট পরে মেয়ের জন্মদিন পার্টিতে হাজির হন শিল্পা। অফ-হোয়াইট সোয়েটশার্ট, কালো প্যান্ট পরে দেখা মেলে বিহানের। বার্থ ডে গার্ল সামিশার পরনে ছিল বেবি পিঙ্ক রঙের জামা এবং ম্যাচিং জুতো। শিল্পার বোন শমিতা এ দিন রঙিন পোশাকে পার্টিতে হাজির হন।
২০০৯ সালের নভেম্বরে শিল্পপতি রাজ কুন্দ্রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শিল্পা শেট্টি। ২০১২ সালে দম্পতির কোল আলো করে আসে ছেলে বিহান। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাঁদের মেয়ে সামিশার জন্ম হয়। বুধবার মেয়ে সামিশার জন্মদিনে নেটমাধ্যমের পাতায় একটি আবেগঘন পোস্ট করেছিলেন শিল্পা।
এ দিন পার্টিতে বাবা-মায়ের হাত ধরে হাজির হন তারকা সন্তানরা। পার্টিতে ক্যাজুয়াল পোশাকে হাজির হন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। নিকিতিন ধীর, কৃতিকা সেঙ্গারদেরও সন্তানদের নিয়ে পার্টিতে যোগ দিতে দেখা গিয়েছে। হাজির ছিলেন এষা দেওল। দুই যমজ সন্তান যশ এবং রুহিকে নিয়ে সামিশার বার্থ ডে পার্টিতে যোগ দেন পরিচালক-প্রযোজক করণ জোহর। ছেলে লক্ষ্য কাপুরকে নিয়ে হাজির হয়েছেন অভিনেতা তুষার কাপুর। হাজির ছিলেন আরও অনেক বলিউড অভিনেতা।
For all the latest entertainment News Click Here