পেনাল্টি ফস্কে বিশ্বকাপে লজ্জার মুখে মেসি! অনেকটা এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
দল জিতলেও লজ্জার মুখে পড়লেন লিওনেল মেসি। ফুটবল বিশ্বকাপে পেনাল্টি ফস্কানোর অস্বস্তিকর নজির গড়েছেন ফুটবলের রাজপুত্র। যিনি সার্বিকভাবে ক্লাব এবং আন্তর্জাতিক কেরিয়ার মিলিয়ে মোট ৩১ টি পেনাল্টি ফস্কেছেন।
বুধবার ফুটবল বিশ্বকাপের ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি ফস্কান মেসি। তাঁর জোরালো শট রুখে দেন পোলিশ গোলকিপার শেজেনি। সেই পেনাল্টি ফস্কানোর ফলে বিশ্বকাপের ইতিহাসে লজ্জার মুখে পড়েন মেসি। যিনি বিশ্বকাপে মোট দুটি পেনাল্টি ফস্কেছেন (পেনাল্টি শুট-আউট বাদ দিয়ে)। ২০১৮ সালে আইসল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের ম্যাচেও একইরকম অভিজ্ঞতার মুখে পড়েছিলেন ফুটবলের রাজপুত্র।
১৯৬৬ সাল থেকে বিশ্বকাপে সর্বাধিক পেনাল্টি ফস্কানোর নিরিখে আপাতত শীর্ষে আছেন মেসি এবং ঘানার ফুটবলার আসামোয়া জ্ঞান। যিনি বিশ্বকাপে মোট চারটি পেনাল্টি নিয়েছিলেন। ফস্কেছিলেন দুটি পেনাল্টি শট। তবে সবথেকে গুরুত্বপূর্ণ পেনাল্টি ফস্কেছিলেন ২০১০ সালের বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে। ওই পেনাল্টিতে গোল করতে পারলে প্রথম আফ্রিকার দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার নজির গড়তে পারত ঘানা। অন্যদিকে, সার্বিকভাবে বিশ্বকাপের ইতিহাসে তিনটির মধ্যে দুটি পেনাল্টি ফস্কেছেন মেসি।
মেসির পেনাল্টি পরিসংখ্যান
- মোট পেনাল্টি: ১৩৬।
- পেনাল্টি থেকে গোল করেছেন – ১০৫।
- পেনাল্টি ফস্কেছেন – ৩১।
- সাফল্যের হার – ৭৭.২ শতাংশ।
দেশের জার্সিতে মেসির পেনাল্টি পরিসংখ্যান
- মোট পেনাল্টি: ২৬।
- পেনাল্টি থেকে গোল করেছেন – ২১।
- পেনাল্টি ফস্কেছেন – ৫।
- সাফল্যের হার – ৮০.৭৬ শতাংশ।
দেশের হয়ে মেসির প্রথম পেনাল্টি মিস
২০১২ সালে জার্মানির বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচে পেনাল্টি ফস্কেছিলেন মেসি। ফ্রাঙ্কফুটে সেই ম্যাচে অবশ্য ৩-১ গোলে জিতেছিল আর্জেন্তিনা।
ক্লাবের জার্সিতে মেসির পেনাল্টি পরিসংখ্যান
- মোট পেনাল্টি: ১১০।
- পেনাল্টি থেকে গোল করেছেন – ৮৪।
- পেনাল্টি ফস্কেছেন – ২৬।
- সাফল্যের হার – ৭৬.৩৬ শতাংশ।
আরও পড়ুন: FIFA WC 2022 Group C: গ্রুপ টপার হয়ে নকআউটে মেসিরা, জিতেও ছিটকে গেল মেক্সিকো
পেনাল্টিতে সিআরসেভেনের রেকর্ড
পেনাল্টির নিরিখে মেসির থেকে অনেকটা এগিয়ে আছেন আর্জেন্তিনার অধিনায়কের ‘প্রতিদ্বন্দ্বী’ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পরিসংখ্যান অনুযায়ী, ক্লাব ও দেশের হয়ে মোট ১৭৫ পেনাল্টি নিয়েছেন রোনাল্ডো। গোল করেছেন ১৪৬ টি। ফস্কেছেন ২৯ টি পেনাল্টি। সাফল্যের হার ৮৩.৪ শতাংশ।
দেশের জার্সিতে রোনাল্ডোর পেনাল্টি পরিসংখ্যান
- মোট পেনাল্টি: ২৪।
- পেনাল্টি থেকে গোল করেছেন – ১৭।
- পেনাল্টি ফস্কেছেন – ৭।
- সাফল্যের হার – ৭০.৮৩ শতাংশ।
আরও পড়ুন: ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারেন না- মেসির মায়ের বিশ্বাস বিশ্বকাপ জিতবে আর্জেন্তিনা
ক্লাবের জার্সিতে রোনাল্ডোর পেনাল্টি পরিসংখ্যান
- মোট পেনাল্টি: ১৫১।
- পেনাল্টি থেকে গোল করেছেন – ১২৯।
- পেনাল্টি ফস্কেছেন – ২২।
- সাফল্যের হার – ৮৫.৪৩ শতাংশ।
For all the latest Sports News Click Here