পেট ঢেকে ফটোশ্যুট করায় গর্ভবতী গওহরের প্রশংসা নেটিজেনের! অবাক করা জবাব নায়িকার
মা হওয়ার আগে ফটোশ্যুট এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। গর্ভবতী মায়েরা জীবনের বিশেষ মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখতে চান। বাদ গেলেন না গওহর খানও। অভিনেত্রী এখন রয়েছেন প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে। বেবি শাওয়ারের অনুষ্ঠানও ইতিমধ্যেই সুসম্পন্ন। এর মাঝেই বলিউডের অন্যতম নামী ফটোগ্রাফার ডাব্বু রতনানির সঙ্গে প্রেগন্যান্সি শ্যুট সারলেন গওহর।
এই ফটোশ্যুটের ভিডিয়ো সদ্যই ইনস্টায় পোস্ট করেছেন জায়েদ দরবার ঘরণী। জংলা প্রিন্টেট ফুল স্লিভস হাইনেক গাউনে সেজে হবু মা। মাতৃত্বকালীন জেল্লা ফেটে পড়ছে গওহরের। চোখে-মুখে হাসির ঝলক। কখনও আলতো করে গর্ভে হাত রাখলেন গওহর, কখনও মাটিতে শরীর এলিয়ে হেসে উঠলেন খিলখিলিয়ে। ডাব্বুর ক্যামেরায় পোজ দেওয়ার ফাঁকে নাচতেও দেখা গেল হবু অন্তঃসত্ত্বা অভিনেত্রীকে। গওহরের এই ফটোশ্য়ুটের ঝলক দেখে অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এক নেটিজেন গওহরের প্রশংসা করে লেখেন, গর্ভবতী নায়িকা নিজের স্ফীতোদর পোশাকে ঢেকে ফটোশ্যুট করাটা প্রশংসনীয়। আজকাল অধিকাংশ নায়িকাই ‘নগ্ন’ বেবি বাম্প প্রদর্শন করে থাকেন, যা অত্যন্ত দৃষ্টিকটূ লাগে বলে জানাান ওই জনৈক। তাঁর আরও দাবি, ‘চাইলে আমাকে পুরোনোপন্থী বলতে পারেন তবে বেবি বাম্প প্রদর্শন করাটা আমার কাছে খুবই অস্বস্তিকর’।
এই মন্তব্য নজর এড়ায়নি গওহরের। জবাবে ৩৯ বছর বয়সী অভিনেত্রী লেখেন, ‘প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্ত! আমি সেটা করেছি যা আমার কাছে তৃপ্তিকর! পৃথিবীর সব মেয়েদের জন্যই এটা প্রযোজ্য। প্রত্য়েক নারী তাঁর নিজস্বতা বজায় রাখুক, শক্তিশালী থাকুক এটাই প্রার্থনা। অনেক ভালোবাসা’।
গত ডিসেম্বরে মা-বাবা হতে চলার সুখবর ভাগ করে নেন গওহর খান ও জায়েদ দরবার। গওহরের বেবি শাওয়ারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গৌতম রোড়ে,পঙ্খুরি অবস্থি, মাহি ভিজ, প্রীতি সিমনস, রঘু-রাজীবরা। দ্বিতীয় বিবাহবার্ষিকীর ঠিক আগে একটি ভিডিয়ো বার্তা শেয়ার করে গওহর জানিয়েছিলেন, ‘অ্যাডভেঞ্চার জারি থাকবে…আমরা দুই থেকে তিন হচ্ছি’।
করোনাকালে শুরু জুটির প্রেম কাহিনি। মুখে মাস্ক লাগানো গওহরকে মুদিখানার জিনিস কিনতে দেখেই প্রেমে পড়েছিলেন ইসমাইল দরবারের পুত্র। বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর। কিন্তু বয়সের ফারাক বাধা হয়ে দাঁড়ায়নি এই প্রেম কাহিনিতে। করোনা লকডাউন একটু শিথিল হতেই ২০২০ সালের ডিসেম্বরে ‘নিকাহ’ সারেন তাঁরা। মাত্র পাঁচ মাসের সম্পর্কেই জায়েদকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন গওহর। আর এবার নতুন ইনিংস শুরু হচ্ছে এই দম্পতির।
ইন্ডাস্ট্রিতে প্রায় দু’দশক কাটিয়ে ফেলেছেন গওহর। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি— সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। অভিনেত্রীর লাভ লাইফ নিয়েও কমচর্চা হয়নি একটা সময়। পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর, পরবর্তীতে অভিনেতা কুশল টন্ডনের সঙ্গে গওহরের মাখামাখো প্রেমও কারুর অজানা ছিল না। তবে পরিণতি পায়নি সেইসব সম্পর্ক। শেষমেশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকেই নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নেন গওহর খান।
For all the latest entertainment News Click Here