‘পেটে হাত বোলালাম, আর খবর রটল আমি নাকি অন্তঃসত্ত্বা!’ গুঞ্জনে মুখ খুললেন করিশ্মা
২ জুন শুক্রবার, নেটফ্লিক্সে সদ্য মুক্তি পেয়েছে করিশ্মা তান্না অভিনীত ওয়েব সিরিজ ‘স্কুপ’। যে ওয়েব সিরিজের কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন তিনি। তাঁকে দেখা গিয়েছে ক্রাইম রিপোর্টার জাগ্রুতি পাঠকের ভূমিকায়। সিরিজের শুরু থেকে শেষ তাঁর চরিত্রকে ঘিরেই আবর্তিত হবে। আর সেকারণেই এই মুহূর্তে আলোচনায় রয়েছেন করিশ্মা। এদিকে সম্প্রতি ছড়িয়ে পড়েছিল করিশ্মার অন্তঃসত্ত্বা হওয়ার গুজব। এবার সেবিষয়েই মুখ খুলেছেন অভিনেত্রী।
ঠিক কী ঘটেছিল?
কয়েকদিন আগেই মুম্বইয়ের এক রেস্তোরাঁর বাইরে স্বামী বরুণের সঙ্গে দেখা গিয়েছিল করিশ্মা তান্নাকে। করিশ্মা তখন নিজের পেটে আলতোভাবে হাত বোলাচ্ছিলেন। সেই মুহূর্তটি পাপারাৎজির ক্যামেরায় বন্দী হয়ে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। আর তাতেই কিছু লোকজন গুজব রটান যে করিশ্মা নাকি অন্তঃসত্ত্বা। করিশ্মা তান্নার কথায়, এমন গুজব খুবই অস্বস্তিকর, রাতের খাবার খেয়ে তাঁর পেট একেবারই ভর্তি ছিল। আর সেকারণে তিনি পেটে হাত বোলাচ্ছিলেন। যেটা দেখে লোকজন তাঁকে অন্তঃসত্ত্বা বলে ধরে নেন।
বিরক্ত করিশ্মা বলেন, ‘আরে আমি খাবার খেয়ে পেটে হাত বোলালাম আর খবর হয়ে গেল আমি গর্ভবতী। আমি তো অবাক, একটু তো বুঝুন আমাদেরও জীবন রয়েছে।’ প্রসঙ্গত ২০২২-এর জানুয়ারিতে বাগদত্ত বরুণ বাঙ্গেরার সঙ্গে আলাপ করিয়ে দেন। এবছরের শুরুতেই সাতপাকে বাঁধা পড়েন করিশ্মা ও বরুণ।
আন্ডার ওয়ার্ল্ডকে প্রেক্ষাপট করে দুই ক্রাইম রিপোর্টারের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরজ ‘স্কুপ’। আর সেখানেই করিশ্মার চরিত্রটির নাম জাগ্রুতি পাঠক। ট্রেলারে গ্যাংস্টার ছোটা রাজনের সাক্ষাৎকার নিতেও দেখা যায় জাগ্রুতি ওরফে করিশ্মাকে। আর তা নিয়েই যত্ত গন্ডোগোল। সম্প্রতি এই ওয়েব সিরিজের স্ট্রিমিং বন্ধের দাবিতে আদালতে গিয়েছেন ছোটা রাজন। তাঁর দাবি, সিরিজে তাঁকে নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। যদিও ছোটা রাজনের ওয়েব সিরিজের স্ট্রিমিং বন্ধের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
For all the latest entertainment News Click Here