‘পেটে কী এসব’, ছোট পোশাকে রাস্তায় আসতেই দেখা গেল স্ট্রেচ মার্কস, ট্রোলড মালাইকা
বলিউডের ফ্যাশন আইকন হিসেবে পরিচিত মালাইকা আরোরা। ৪৮ বছর বয়সে এসেও যেভাবে তিনি সব ধরনের পোশাক ক্যারি করতে পারেন, তা অবাক করে বৈকি। যদিও অনেকেরই চক্ষুশূল তিনি। কারণ তাঁর খোলামেলা পোশাক। আঁটোসাঁটো পোশাক পরে তাঁকে দেখলেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় নোংরা ট্রোল। এবারেও তেমনটাই হল। ফের একবার জিমের পোশাকে অভিনেত্রীকে দেখে হল কথা চালাচালি সোশ্যাল মিডিয়ায়।
বেশিরভাগ দিনই নেটপাড়ায় ভাইরাল হয় মালাইকার জিম লুক। গাঢ় নীল রঙের একটি টু-পার্ট জিমের পোশাকে বেরিয়েছিলেন তিনি। টাইটসের সঙ্গে ব্রালেট। আর যাতে স্পষ্টভাবে ফুটে উঠেছিল মালাইকার পেটে থাকা স্ট্রেচ মার্কস। যা নজর এড়ায়নি অনেকেরই। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ট্রোলিং। আরও পড়ুন: ‘মন থেকে দাসত্ব যায়নি এদের’, ব্রিটেনের রানির প্রয়াণে শোক করে ট্রোলড শুভশ্রী
একজন লিখলেন, ‘পেটে এগুলো কী’! আরেকজন লিখলেন, ‘স্ট্রেচ মার্কস আছে যখন ঢেকে রাখো। এভাবে তা দেখানোর কী দরকার। নোংরা লাগছে তো’। তবে অনেকেই মালাইকার পাশে দাঁড়িয়েছেন এইবার। এক অনুরাগী লিখেছেন, ‘এইখানে যারা স্ট্রেচ মার্কসের জন্য ট্রোলিং করছেন তাদের বলে দি, অনেকেই আছেন যারা এই দাগ পাওয়ার জন্য যা খুশি করতে প্রস্তুত। মা হওয়া এই পৃথিবীর সবচেয়ে বড় আনন্দের অনুভূতি।’ আরও পড়ুন: ‘সবকিছুতে পাশে আছি’, বিরাটের কামব্যাক সেঞ্চুরিতে গর্বিত অনুষ্কা লিখলেন সোশ্যালে
শুধু জামাকাপড় নয়, অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের কারণেও ট্রোলিং চলে মালাইকাকে নিয়ে। ডিভোর্সি, এক সন্তানের মা মালাইকার সঙ্গে অর্জুন কাপুরের বয়সের ফারাক ১১ বছরের। আর তা নিয়েও ‘বুড়ি’, ‘চামড়া ঝুলে গেছে’-র মতো কথা বলা হয়। যদিও বহু সাক্ষাৎকারে আরবাজ খানের প্রাক্তন বউ জানিয়েছেন, ‘আসলে ট্রোলিং করাটা একটা নেশা। আমি যে পোশাক পরছি তা রিহানা পরলে বাহবা বের হবে। আর আমি বা বলিউডের কোনও নায়িকা পরলেই শুনতে হবে নোংরা নোংরা কথা। পোশাক তো যার যার ইচ্ছে তেই পরা উচিত। আমি মনে করি পোশাক নিয়ে সমালোচনা করার কোনও অর্থই নেই।’
For all the latest entertainment News Click Here