‘পেটটা আগের মতো নেই…’, সন্তান জন্মের পর প্রসবোত্তর পেটের ছবি শেয়ার করলেন সোনম
বলিউডের নতুন মা সোনম কাপুর। সদ্য পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সোনম-আনন্দ আহুজার কোল আলো করে এসেছে পরিবারের নতুন সদস্য। হাসপাতাল থেকে সদ্যজাতকে নিয়ে বাড়ি ফিরেছেন নতুন মা। বৃহস্পতিবার বাড়ি থেকে জীবনের নতুন যাত্রা পথের টুকরো ছবি নেটমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন সোনম।
অভিনেত্রী জানিয়েছেন, সন্তান জন্মের পরও অন্তঃসত্ত্বা অবস্থার পোশাক পরে রয়েছেন তিনি। মুম্বইয়ের বাড়ি থেকে একটি ভিডিয়ো ভিডিয়ো শেয়ার করেছেন সোনম। মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে ঢেকে থাকতে দেখা গিয়েছে নায়িকাকে। চোখে চশমা। গায়ের জ্যাকেট সরিয়ে সন্তান জন্মের পর তাঁর পেট দেখিয়েছেন তিনি। শেয়ার করা ভিডিয়োতে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘এখনও আমি নাইকি মাতৃত্ব পোশাক পরে। পেট এখনও পুরোপুরি আগের জায়গায় ফেরেনি তবে দেখতে দুর্দান্ত লাগছে।’ হাসিমুখে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। আরও পড়ুন: বি-টাউনে নতুন BFF! মুম্বইয়ে গভীর রাতে বন্ধুদের সঙ্গে উদ্দাম পার্টি খুশি-নাইসার
গত ২০ অগস্ট ফুটফুটে পুত্র সন্তানের মা হয়েছেন সোনম কাপুর। গত শুক্রবার হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন নতুন মা। সদ্যোজাতকে নিয়ে মুম্বইয় বাপের বাড়িতে রয়েছেন নায়িকা। পরিবারে নতুন সদস্যের আগমণের কথা জানিয়ে নেটমাধ্যমের পাতায় লিখেছিলেন, ‘২০.৮.২০০-এ আমরা আমাদের শিশুপুত্রকে পেলাম। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু আর পরিবারকে অনেক ধন্যবাদ এই জার্নিতে আমাদের পাশে থাকার জন্য। জানি এটা শুরু তবে বলতে পারি আমাদের জীবনটাই এবার বদলে গেল। – সোনম আর আনন্দ।’ আরও পড়ুন: রেড রোডে পুজো উৎসবে হাজির রাজ, লাভলি থেকে মিমি! ‘দেব কোথায়?’, প্রশ্ন নেটিজেনের
২০১৮ সালের ৮ মে বিয়ে করেন সোনম আর আনন্দ আহুজা। পঞ্জাবি রীতি মেনে মুম্বইতে ধুমধাম করে বিয়ে হয় তাঁদের। ২০২২ সালের মার্চে প্রথম প্রেগন্যান্সির ঘোষণা করেন তাঁরা। বেবিমুনে ইতালিতে গিয়েছিলেন সোনম-আনন্দ। দিন কয়েক আগেই সোনমের শিশুপুত্রের প্রথম ঝলক শেয়ার করে নিয়েছেন মাসি রিয়া কাপুর। বোনপোর মুখ দেখাননি রিয়া, সোনম-পুত্রের মুখ ইমোজি দিয়ে ঢেকে দিয়েছেন তিনি। হাসপাতালে প্রথমবার সোনম-পুত্রকে দেখবার ফ্রেমবন্দি মুহূর্ত শেয়ার করে নেন রিয়া। আরও পড়ুন: প্রয়াত ঐশ্বর্যর ‘পোন্নিয়ান সেলভান’ ছবির গায়ক বাম্বা বাক্য, বয়স হয়েছিল ৪৯
কাজের সূত্রে সোনমকে আগামিতে দেখা যাবে ‘ব্লাইন্ড’ ছবিতে, পরচালনায় সোমি মাখিজা। সোনম ছাড়াও এই ছবিতে রয়েছেন পূরব কোহলিও, বিনয় পাঠক, লিলেট দুবে।
For all the latest entertainment News Click Here