পৃথ্বী শ’র রেকর্ড ৫৪৬ রানের ইনিংসের গল্প শুনে রোভম্যান পাওয়েলের অদ্ভুত জবাব
পৃথ্বী শ ভারতীয় দলের অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভা। শ প্রথম লাইমলাইটে আসেন ২০১৩সালে, যখন তিনি জুনিয়র ক্রিকেটে একটি রেকর্ড ভেঙেছিলেন। সম্প্রতি এক জায়গায় পৃথ্বী সেই ৫৪৬ রানের ইনিংসের পিছনের গল্প বলেছিলেন। তার দিল্লি ক্যাপিটালস সতীর্থ রোভম্যান পাওয়েলও তার গল্পে প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রকৃতপক্ষে, পৃথ্বীর বয়স যখন ১৪ বছর তখন তিনি হ্যারিস শিল্ড ট্রফিতে একটি ইনিংস খেলেছিলেন। যা সেই সময়ে জুনিয়র ক্রিকেটে একটি রেকর্ড হয়ে গিয়েছিল। ৩৩০ বলে ৫৪৬ রান করেছিলেন পৃথ্বী শ। একই ইনিংসের কারণে সবার নজর প্রথমবারের মতো চলে যায় মুম্বইয়ের এই প্রতিভাবান ব্যাটসম্যানের দিকে।
সম্প্রতি,দ্য গ্রেড ক্রিকেটার পডকাস্টে ব্যাটসম্যান সেই ইনিংস সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য শেয়ার করেছেন। পৃথ্বী শ বলেন, ‘আমি দুইবার দল থেকে বাদ পড়েছিলাম। ঘরোয়া ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ড সম্ভবত স্যার ব্রায়ান লারার দখলে ছিল। তিনি করেছিলেন ৪৪৪ রান। আমি ৪৪৩রানে ছিলাম যখন আমার বাবা স্ট্যান্ড থেকে চিৎকার করে বলেছিলেন,‘ব্রায়ান লারার রেকর্ড ভাঙতে তোমার আর এক রান দরকার।’ আমি ভাবলাম ঠিক আছে। কিন্তু তারপরের বলেই একজন খেলোয়াড় আমার ক্যাচ ফেলে দেন। পরবর্তী সর্বোচ্চ স্কোর ছিল ২৫৫ রান। আমাদের দলের মোট স্কোর ছিল ৯৯৮ রান।’
রোভম্যান পাওয়েল যিনি ২০২২ আইপিএল-এ দিল্লি ক্যাপিটলসের হয়ে নিজের ছন্দ খুঁজে পেয়েছেন। তিনি ও ডেভিড ওয়ার্নারও পডকাস্টে পৃথ্বীর সঙ্গে ছিলেন। এই গল্প শুনে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান বলেন,‘এটা সেই স্তরের ক্রিকেটে নিষ্ঠুরতা। অন্য দলকে এতক্ষণ রোদে দাঁড়িয়ে ফিল্ডিং করতে হয়েছে। জ্যামাইকায় এমনটা হলে নিশ্চয়ই অন্য দল তাদের খেলোয়াড়দের মাঠের বাইরে ডেকে নিত। তারা বিরক্ত হয়ে যেত। কোচ বলতেন,‘চল, ফিরে চল, আমাদের আর চাই না।’ তবে অনেকেইদিল্লি ক্যাপিটালসের হয়ে একই ফর্মে পৃথ্বী শ-কে দেখতে চান। এখন যেহেতু ডেভিড ওয়ার্নার এবং রোভম্যান পাওয়েলও ফর্মে ফিরেছেন, দিল্লির ব্যাটিং লাইন আপ সবচেয়ে শক্তিশালী বলে মনে হচ্ছে।
For all the latest Sports News Click Here