পূর্ণশক্তির দল নিয়েও ভয়ংকর খেলল WI, ‘পুরনো’ বাদশাদের হাল দেখে অবাক হর্ষ
চলতি বছরের অক্টোবর মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপের আসর। আর সেই টুর্নামেন্টর জন্য শুরু হয়েছে যোগ্যতা অর্জনপর্বের ম্যাচ। এবারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের আসর বসেছে জিম্বাবোয়েতে। প্রাথমিকভাবে ক্রিকেট বিশ্বের প্রথম সারি দলগুলি সরাসরি খেলার ছাড়পত্র পেয়ে থাকে। তবে ব়্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা দলগুলোলিকে যোগ্যতা অর্জন করে টুর্নামেন্টের মূল পর্বের সঙ্গে যুক্ত হতে হয়।
সেই পর্বের ম্যাচে জিম্বাবোয়ের কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে ভারতে খেলতে আসা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে তাদের সামনে। বলা ভালো বিশ্বকাপের টিকিট পাওয়ার আশা কার্যত শেষ সাই হোপদের। তবে পরবর্তী ম্যাচ গুলোতে জিততেই হবে তাদের। এই নিয়ে ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে টুইট করে বলেন, ‘এটা ওয়েস্ট ইন্ডিজের জন্য খুব কঠিন পরিস্থিতি। পরবর্তী খেলায় শ্রীলঙ্কাকে ওদের হারাতেই হবে।’
হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে টসে জিতে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক সাই হোপ। শুরুতে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ২৬৯ রানের টার্গেট দেয় ক্যারিবিয়ানদের। জিম্বাবোয়ের হয়ে সিকান্দার রাজা ও রায়ান বার্ল অর্ধশত রান করে যান। অধিনায়ক ক্রেগ আর্ভিন অল্পের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন। ৪৭ রানে আউট হয়ে যান তিনি। ক্যারিবিয়ান বোলার কিমো পল হাত ঘুরিয়ে তিন উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি ভালোই করে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার কাইল। ওপেনিং জুটির ব্র্যান্ডন কিং তাড়াতাড়ি আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরে গেলেও কাইল মায়ার্স অর্ধশতরান করেন। ৫৬ রানের ইনিংসে তিনি মারেন ৮টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি। কিন্তু তারপর থেকে নিজের রানের গতি হারিয়ে ফেলেন জামাইকান ব্যাটাররা। প্রত্যেকে রান করার চেষ্টা করলেও সেইভাবে কেউ বড় রান করতে ব্যর্থ হন। রোস্টন কিছুটা চেষ্টা করলেও ৪৪ রানে থেমে যায় তাঁর ইনিংস। ফলে ২৩৩ রানে অলআউট হয়ে যায় তারা।
আর এই হারের পরেই বিশ্বকাপের মূল পর্বে ওঠা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে ক্যারিবিয়ানদের। ধারাভাষ্যকার হর্ষ ভোগলে টুইট করে লেখেন, ‘ওয়েস্ট ইন্ডিজে একটা পূর্ণ শক্তির দল। এটি একটি ভয়ানক ফলাফল এবং তাদের এখন সুপার সিক্সে শ্রীলঙ্কাকে হারাতেই হবে। বিশ্বকাপের আগে এবং মাসের পরে ভারতে শুরু হতে চলা টুর্নামেন্টে না আসার প্রবল সম্ভাবনা রয়েছে।’
For all the latest Sports News Click Here