পূজা চেরি আর শাকিব খানের প্রেমের খবরে বাজার গরম! মুখ খুললেন ‘বাংলাদেশের কিং খান’
গত মাস থেকে খবরে আছেন শাকিব খান। একসঙ্গে বাংলাদেশের প্রথম সারির ৩ নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। প্রথমে শোনা গিয়েছিল, প্রথম ও প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গেই সব ঠিক করে নেবেন তিনি। ছেলের জন্মদিনে ‘পরিবার’ ক্যাপশনে ছবি দেওয়াতেই তা রটেছিল। তবে চমক আসে শাকিবের ছেলে আব্রাহামের জন্মদিনের দিনই যখন বেবি বাম্প-সহ ছবি প্রকাশ করেন নায়িকা শবনম বুবলী। এরপর শাকিব ও তিনি যৌথ বিবৃতি দিয়ে ছেলে শেহজাদ খান বীরের ছবি সামনে আনেন তাঁরা। তবে তখনই রটে শাকিব আর ঢালিউড সিনেমার নায়িকা পূজা চেরির মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। যা দেখে নিয়েছে বুবলী। তাই তড়িঘড়ি ছেলের আর বেবিবাম্পের ছবি প্রকাশ করা। এমনকী, এটাও শোনা যাচ্ছে যে শাকিব-বুবলীরও নাকি ডিভোর্স হয়ে গিয়েছে। আর শাকিব-পূজার বিয়েও হয়ে গিয়েছে মাস দুই আগে।
এবার তাঁর জীবন নিয়ে ওঠা বিতর্কে মুখ খুললেন শাকিব খান। নিজের কথায় অসন্তোষ জাহির তো করলেনই, সঙ্গে ‘মিথ্যে খবর প্রচারের জন্য’ মামলা করারও ভয় দেখালেন। বাংলাদেশের ‘কিং খান’ বললেন, ‘অনেক হয়েছে ভিউ বিজনেস। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে আমার নামে। এখন আবার পূজা চেরির নাম আনা হচ্ছে। সে আমার সঙ্গে কাজ করেছে এটাই কি ওর অপরাধ? কাজের বাইরে তো ওর সঙ্গে আমার কোনও সম্পর্কই নেই। তাহলে কেন এত মিথ্যে কথা ছড়ানো হচ্ছে! আর যারা এই নোংরা কথাগুলো বলছে, তাঁদের দাবি ওদের কাছে প্রমাণ আছে। আমি দেখতে চাই ওদের কাছে কী প্রমাণ আছে।’
এরপর বাংলাদেশের অভিনেতা ভয় দেখান আইনি ব্যবস্থা নেওয়ার। বলেন, ‘এই ভুয়ো খবরগুলো নিয়ে গত কয়েকদিন ধরেই অনেক নিউজ পোর্টাল খবর করছে। কোনও সত্যতা যাচাই না করে, কোনও স্টেটমেন্ট ছাড়াই যা ইচ্ছে তাই লেখা হচ্ছে। এসব কাম্য নয়। যারা এটা করছে তাঁদের তালিকাও বানানো হয়েছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন’
For all the latest entertainment News Click Here