পূজারার জায়গায় তিন নম্বরে নামানো হবে ওপেনারকে? চ্যালেঞ্জের জন্য তৈরি যশস্বী
শুভব্রত মুখার্জি: সদ্য শেষ হওয়া আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন রাজস্থান রয়্যালসের বাঁহাতি ওপেনার যশস্বী জসওয়াল। একের পর এক অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। ২০২৩ আইপিএলে মোট ৬২৫ রান করেন তিনি। স্ট্রাইক রেট ১৬৩.৬১। কেরিয়ার প্রথম ১৫টি প্রথম শ্রেণীর ম্যাচে ৮০.২১ গড়ে হাঁকিয়েছেন ৯টি শতরান। এই দুরন্ত ফর্মে থাকার পুরস্কারও পেয়েছেন তিনি। ভারতের আসন্ন ক্যারিবিয়ান সফরের টেস্ট দলে জায়গা পেয়েছেন তিনি। তাঁর এই রূপকথার পথ চলাতে যাতে কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখেই আত্মবিশ্বাসী যশস্বী। তরুণ এই ব্যাটার প্রত্যয়ের সঙ্গে জানিয়ে দিলেন যেকোনও ভূমিকায় খেলতে প্রস্তুত রয়েছেন।
আগামী মাসেই ক্যারিবিয়ান সফরে যাবে ভারতীয় দল। সেই দলে নির্বাচিত হওয়ার পর যশস্বী জানিয়েছেন, ‘একটা অসাধারণ অনুভূতি। আমাকে নিজের ফোকাস ধরে রাখতে হবে। আমি এতদিন পর্যন্ত যে কাজটা করে এসেছি এখনও সেটাই ভালোভাবে করে যেতে চাই।’ যশস্বীর উত্থানের গল্পটা একেবারে রূপকথার গল্প। মুম্বইয়ের তাঁবুতে থেকে ক্রিকেট শেখা থেকে শুরু করে আজকে তাঁর এই উত্থান অবিশ্বাস্য। ১৬তম আইপিএলে তাঁর অনবদ্য পারফরম্যান্স এই পথ চলার একটা বৃত্তকে সম্পূর্ণ করেছে যেন। ৪৮.০৮ গড়ে ৬২৫ রান করে সকলকে তাক লাগিয়ে দেন তিনি। বর্তমানে নাগপুরের কাছে তালেগাঁওতে রাজস্থান রয়্যালসের ক্রিকেট আ্যাকাডেমিতে অনুশীলনে মগ্ন রয়েছেন এই তরুণ ব্যাটার।
প্রসঙ্গত ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও তিনি ভারতীয় দলে স্ট্যান্ডবাই ছিলেন। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন টেস্ট দলে তিন নম্বরে ব্যাটিং করতে হতে পারে যশস্বীকে। অর্থাৎ অভিজ্ঞ চেতেশ্বর পূজারার ভূমিকায় অবতীর্ণ হতে হবে তাঁকে। যা একেবারেই সহজ কাজ নয়। তবে ঘরোয়া ক্রিকেটে যেহেতু যশস্বী মুম্বইয়ের হয়ে ওপেন করেন, ফলে কিছুটা সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন তিনি। বিষয়টি নিয়ে বলতে গিয়ে যশস্বী বলেন, ‘আমি জানি না আমাকে কত নম্বরে ব্যাট করতে হবে। যেখানেই ব্যাট করি না কেন পারফরম্যান্স করতে হবে। দেখা যাক আমি সেটা কতটা ভালো করতে পারি। আমি বিষয়টি নিয়ে খুব উত্তেজিত। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে আমি তা পালন করতে প্রস্তুত। ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছি।’
For all the latest Sports News Click Here