পুষ্পা-র ‘ও আন্তভা’র সঙ্গে মিশে গেল ‘হাম আপ কে হ্যায় কৌন’, দেখুন অনুপম-কীর্তি
দেশজুড়ে এখন ‘পুষ্পা’ জ্বর। আল্লু অর্জুনের এই ছবিতে মুগ্ধ কাশ্মির থেকে কন্যাকুমারী। ছবিতে আইটেম নেচে ব্যাপক সাড়া ফেলেছেন সামান্থা। ‘ও আন্তভা’ (Oo Antava) গান এখন ফিরছে সবার মুখে মুখে। সেই গানের লিরিকস আপনি বুঝতে পারছেন কিনা সেই নিয়ে কুছ পরোয়া নেই। এবার ট্রেন্ড মেনে এই গানের একটি ভিডিয়ো শেয়ার করলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। সেই ভিডিয়ো দেখে হইচই সোশ্যাল মিডিয়ায়।
আসলে পুষ্পার এই গানে এখন সব্বাই রিল ভিডিয়ো বানাচ্ছে, তাহলে অনুপম খেরই বা পিছিয়ে থাকেন কী করে! ট্রেন্ডে গা ভাসিয়ে তিনিও তেমনটাই করলেন, তবে এখানে একটা টুইস্ট রয়েছে। বলিউডের কাল্ট ছবি ‘হাম আপকে হ্যায় কৌন’র গানের সিকুয়েন্স নিয়ে সেই গান মুছে ‘ও আন্তভা’ জুড়ে দিয়েছেন অভিনেতা। অর্থাত্ দৃশ্যটি ‘হাম আপকে হ্যায় কৌন’-এর, তবে ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ও আন্তভা’।
ভিডিয়োতে প্রয়াত অভিনেত্রী রিমা লাগুকে দেখা গেল, মূলত তিনিই সামান্থার গানটি ঠোঁট মেলালেন টেকনোলজির কারসাজিতে। এই মজাদার ভিডিয়ো শেয়ার করে অনুপম খের লেখেন, ‘সমধনজি ইজ ব্যাক’। সঙ্গে লেখেন, ‘ট্রেন্ডের সঙ্গে সাযুজ্য বজায় রেখে, হাম আপকে হ্যায় কৌন ছবির আইকনিক গান আর পুষ্পার খুব জনপ্রিয় গান, আমর নিজস্ব স্টাইলে। এনজয় করুন’।
দেশজুড়ে এখন ‘পুষ্পা’ জ্বর। আল্লু অর্জুনের এই ছবিতে মুগ্ধ কাশ্মির থেকে কন্যাকুমারী। ছবিতে আইটেম নেচে ব্যাপক সাড়া ফেলেছেন সামান্থা। ‘ও আন্তভা’ (Oo Antava) গান এখন ফিরছে সবার মুখে মুখে। সেই গানের লিরিকস আপনি বুঝতে পারছেন কিনা সেই নিয়ে কুছ পরোয়া নেই। এবার ট্রেন্ড মেনে এই গানের একটি ভিডিয়ো শেয়ার করলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। সেই ভিডিয়ো দেখে হইচই সোশ্যাল মিডিয়ায়।
আসলে পুষ্পার এই গানে এখন সব্বাই রিল ভিডিয়ো বানাচ্ছে, তাহলে অনুপম খেরই বা পিছিয়ে থাকেন কী করে! ট্রেন্ডে গা ভাসিয়ে তিনিও তেমনটাই করলেন, তবে এখানে একটা টুইস্ট রয়েছে। বলিউডের কাল্ট ছবি ‘হাম আপকে হ্যায় কৌন’র গানের সিকুয়েন্স নিয়ে সেই গান মুছে ‘ও আন্তভা’ জুড়ে দিয়েছেন অভিনেতা। অর্থাত্ দৃশ্যটি ‘হাম আপকে হ্যায় কৌন’-এর, তবে ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ও আন্তভা’।
ভিডিয়োতে প্রয়াত অভিনেত্রী রিমা লাগুকে দেখা গেল, মূলত তিনিই সামান্থার গানটি ঠোঁট মেলালেন টেকনোলজির কারসাজিতে। এই মজাদার ভিডিয়ো শেয়ার করে অনুপম খের লেখেন, ‘সমধনজি ইজ ব্যাক’। সঙ্গে লেখেন, ‘ট্রেন্ডের সঙ্গে সাযুজ্য বজায় রেখে, হাম আপকে হ্যায় কৌন ছবির আইকনিক গান আর পুষ্পার খুব জনপ্রিয় গান, আমর নিজস্ব স্টাইলে। এনজয় করুন’।
|#+|
আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা অভিনীত এই ছবির অন্যতম ইউএসপি এই গান। নেটমাধ্যমে ঝড় তুলেছে ‘ও আন্তভা’। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সুপারহিট এই গান। বলিউডের প্রেমে পাগল তানজানিয়ার যুবক কিলি পলও এই গানে নেচেছেন।
এই গান নিয়ে সমান্থা এক সাক্ষাত্কারে জানিয়েছেন, শুরুর দিকে এই গানে আইটেম নাচতে তৈরি ছিলেন না তিনি। কিন্তু আল্লু অর্জুনের জোরাজুরিতেই শেষমেষ রাজি হন তিনি। তাই এই গানের সাফল্যের যাবতীয় কৃতিত্ব ‘পুষ্পা’ আল্লু অর্জুনকেই দিয়েছেন সামান্থা।
For all the latest entertainment News Click Here