‘পুষ্পার থেকেও ভয়ঙ্কর!’, মুক্তি পেল গোবিন্দার নতুন মিউজিক ভিডিয়ো ‘প্রেম করুন ছু’
সদ্য মুক্তি পেয়েছে গোবিন্দার নতুন মিউজিক ভিডিয়ো ‘প্রেম করুন ছু’। অভিনয় জগত থেকে অনেকদিনই দূরে রয়েছেন তিনি। তবে নাচ এবং মিউজিক ভিডিয়ো দিয়ে এখনও দর্শকের মন জয় করেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় অভিনেতা। গোবিন্দার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই গান।
ভিডিয়োতে জুহি খানের সঙ্গে গানের তালে তালে নাচতে দেখা গিয়েছে গোবিন্দাকে। কালো পোশাকে ধরা দেন গোবিন্দা। জুহির পরনে টুকটুকে লাল পোশাক। নাচের কোরিওগ্রাফার গণেশ আচার্য।
নিজের নতুন গান সম্পর্কে তথ্য দিয়ে গোবিন্দ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার নতুন গান ‘প্রেম করুন ছু’ আমার ইউটিউব চ্যানেল গোবিন্দ রয়্যালস-এ মুক্তি পেয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।’ মিউজিক ভিডিয়ো মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন। আরও পড়ুন: নতুন ছবিতে প্রচুর পারিশ্রমিক! ‘এত কেন চেয়েছ?’, ম্যানেজারকে প্রশ্ন হতবাক নীনার
অভিনেতাকে মিউজিক ভিডিয়োতে দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘অসাধারণ গুরুজি, আমার কাছে বলার মতো শব্দ নেই। আমার এনার্জি তো পুরো আগুন, পুষ্পার থেকেও বেশি ভয়ঙ্কর।’ অপর এক নেটিজেনের মন্তব্য, ‘চরম নাচের পারফরম্যান্স, ভালোবাসি তোমায় লিজেন্ড ডান্সিং আইকন গোবিন্দা স্যার।’
নতুন গান মুক্তির পর সাংবাদিক সম্মেলন করে গোবিন্দা জানিয়েছেন, ‘আজকের দিনে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। তাই ডিজিটাল দুনিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। নাচের প্রতি আমার যে ভালোবাসা সেটা সকলের সামনে তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়াই আমার প্রথম পছন্দ। আমার বিশ্বাস এই গানের মধ্যে দিয়ে সকলের কাছে একটা বার্তা পৌঁছাবে।’
তিনি আরও বলেন, ‘একটা গোটা সিনেমা যে গল্প বলবে, সেটা এই নাচের ভিডিয়োর মধ্যে দিয়েই আমি তুলে ধরার চেষ্টা করেছি। গণেশ আচার্যের কোরিওগ্রাফি দর্শকের ভালো লাগবে বলেই আমার আশা। আর আমার মনে হয় আমি দর্শককে সেইভাবে কিছু দিতে না পরালেও আমি আমার সেরা টুকু দেওয়ার চেষ্টা করি।’
For all the latest entertainment News Click Here