পুল ফ্যাশনে বোল্ড লুকে জাহ্নবী, নায়িকার পরনে স্যুইম স্যুটের মূল্য কত জানেন?
সপ্তাহান্তে নিজের যত্ন নিতে ব্যস্ত অভিনেত্রী জাহ্নবী কাপুর। ইনস্টাগ্রামে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন তিনি। কখনও রোদ পোহাচ্ছেন, আবার কখনও ফেস মাস্ক লাগিয়ে আরাম করছেন শ্রীদেবী কন্যা। সুইম স্যুটে হু হু করে ভাইরাল জাহ্নবীর সেই লুক। এদিন গ্ল্যামারাস আউফিটে ধরা দেন জাহ্নবী। পুলের ধারে শুয়ে ফটোশ্যুট করতে দেখা যায় তাঁকে।
পুলের ধারে বসে গালে স্কিন কেয়ার ক্রিম লাগাচ্ছেন, আবার কখনও ফেস মাস্ক লাগিয়ে শুয়ে রয়েছেন। গোলাপি মনোকিনিতে নেটমাধ্যমে জ্বলজ্বল করছেন জাহ্নবী। ডেনিম হট প্যান্টের সঙ্গে ফিনফিনে সাদা টপ পরেছেন জাহ্নবী। পোশাকের উপর থেকে তাঁর অন্তর্বাস স্পষ্ট। তেমনি গোলাপি মনোকিনিতে জাহ্নবীর দেহের খাঁজ বোঝা যাচ্ছে। খুব হাল্কা মেকআপে, ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘সপ্তাহান্তে নিজের যত্ন নেওয়া’।
জাহ্নবীর পরনে গোপালী মনোকিনিটি প্রিমিয়াম লাইফস্টাইল ব্র্যান্ড ‘Revolve’-এর। এখানে ৪৯ হাজারেরও বেশি পোশাক, জুতো, আনুষাঙ্গিক এবং সৌন্দর্যের জিনিস পাওয়া যায়। ডিজাইনার ওয়েবসাইটে অর্কিড পিঙ্ক মেস স্যুইম স্যুটের মূল্য ১৯ হাজার ৫৬১ টাকা।
এছাড়াও বিকিনি পরে ইনস্টাগ্রামে সম্প্রতি একাধিক ছবি শেয়ার করেছেন জাহ্নবী। দেখুন-
স্যুইমিং পার্টি হোক, গরমের ছুটি অথবা গরমের ছুটিতে বিচ ভ্যাকেশনে ঘুরতে যাওয়া, নায়িকার এই লুক ট্রাই করা যায় অনায়াসেই। নায়িকার এই লুক সম্পর্কে আপনাদের কী মতামত?
For all the latest entertainment News Click Here