পুলিশ হেফাজতে রাখি সাওয়ান্তের স্বামী! পরকীয়া-মারধর-চুরির অভিযোগ অভিনেত্রীর
ওশিওয়াড়া পুলিশের হাতে আটক রাখি সাওয়ান্তের স্বামী আদিল খান দুরানি। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই আদিলকে হেফাজাতে নিয়েছে পুলিশ, খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে। আদিলের বিরুদ্ধে টাকা ও গয়না লুটের অভিযোগ দায়ের করেন রাখি। ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় এফআইআর রুজু হয়।
জানা গিয়েছে, মঙ্গলবার আদিল রাখির বাড়িতে হাজির হয়েছিলেন। তখনই ওশিওয়াড়া থানার পুলিশ তাঁকে আটক করে। এই মুহূর্তে আদিলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশি সুরক্ষার দাবি নিয়ে সোমবার রাতেই থানায় হাজির হয়েছিলেন রাখি। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানান, ‘আদিল আমাকে মারধর করত’। তার আগে মিডিয়ার সামনে রাখি বিস্ফোরক অভিযোগ এনে জানান,‘আদিল আমার মা-কে মেরেছে’। সময়মতো রাখির মায়ের চিকিৎসার টাকা দেয়নি আদিল, সেই কারণেই মৃত্যু হয়েছে তাঁর- এমনটা বলতে শোনা যায় রাখিকে। ক্যামেরার সামনে কেঁদে কেঁদে রাখি বলেন, ‘আমি যাওয়ার আগে রাদিল প্রোডাকশনে ১০ লাখ টাকার একটা চেক দিয়ে যাই। বলে গিয়েছিলাম, মায়ের টাকার প্রয়োজন হলে সেখান থেকে যেন টাকা দেওয়া হয়। ওই টাকা আমার, আদিলের নয়। এরপর আমার মায়ের অর্থের প্রয়োজন হয়, একটি অস্ত্রোপচার করানোর প্রয়োজন ছিল। কিন্তু আদিল প্রয়োজন মতো টাকা হাসপাতালে দেয়নি। খুব সামান্য টাকা আমার বৌদির হাতে দিয়েছিল ও। আদিল টাকা না দেওয়ার জন্যই সময়মতো অস্ত্রোপচার করানো যায়নি মায়ের। আদিলের জন্যই মা আমাকে ছেড়ে চলে গিয়েছেন।’
এখানেই শেষ নয়, বারবার পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছে স্বামী এমনটাও বলেন রাখি। দিন কয়েক ধরেই সপ্তাহ ধরেই টালমাটাল রাখি-আদিলের দাম্পত্য! গত মাসেই জানা গিয়েছিল আট মাস আগেই প্রেমিক আদিল খান দুরানির সঙ্গে ‘নিকাহ’ সেরেছেন রাখি, গ্রহণ করেছেন ইসলাম। তবে বিয়ের কথা জানাজানি হওয়ার সময় নাকি রাখি-আদিলের সম্পর্ক মোটেই ইতিবাচক ছিল না। রাখি সোমবার জানান, ‘আদিল আমাকে ছেড়ে চলে গেছে। জানিয়েছে ও আজ থেকে তনুর সঙ্গেই থাকবে, আমাকে ও বলে গেল আমি তনুর কাছে চলে যাচ্ছি’। রাখি বিগ বস মারাঠি শো’তে অংশ নেওয়ার সময়ই নাকি পরকীয়ায় লিপ্ত হন আদিল, অভিযোগ ‘ড্রামা কুইন’-এর।
আদিলের আগে রীতেশ রাজের সঙ্গে গোপনে বিয়ে সেরেছিলেন রাখি। রীতেশের হাত ধরে বিগ বসের ঘরেও পৌঁছে ছিলেন। কিন্তু বাইরে এসেই বিচ্ছেদের ঘোষণা করেন। রীতেশের সঙ্গে তাঁর প্রথম স্ত্রীর ডিভোর্স না হওয়ায়, আইনি স্বীকৃতি ছিল না রাখির বিয়ের।
For all the latest entertainment News Click Here