পুরো স্পোর্টিং রাইটস নয়, ইমামির হাতে শুধু ফুটবল রাইটস তুলে দেবে ইস্টবেঙ্গল
অবশেষে ইস্টবেঙ্গলের ইনভেস্টর জট কেটেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ইমামির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ইস্টবেঙ্গল ক্লাব। ইতিমধ্যেই আসন্ন মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে ইস্টবেঙ্গল কর্তারা ভবিষ্যতে পা রাখতে চাইছেন। ইমামি কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই প্রথম দফায় বৈঠকও করে ফেলেছে ইস্টবেঙ্গল।
শোনা যাচ্ছে পুরো স্পোর্টিং রাইটসের পরিবর্তে ইমামির হাতে শুধু ফুটবল রাইটস-ই তুলে দিতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘অতীত ভুলে ফুল ফোটাতে চাইছি আগামী মরশুমে। ফুটবল সত্ত্বই থাকছে ইমামির হাতে। তবে পার্সেন্টেজ নিয়ে এখনও কোনও কথা হয়নি আমাদের।’ ইমামি কর্তাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে নীতু সরকার বলেন, ‘বৈঠক নিয়ে বিশেষ কিছু বলার নেই। পরিচয়পর্ব সারলাম আমরা। আলাপ আলোচনা হয়েছে। কীভাবে ভবিষ্যতে এগিয়ে যাব সেই নিয়ে দু-এক কথা হয়েছে আমাদের মধ্যে। আগামী সপ্তাহে আবার বৈঠকে বসব আমরা।’
সূত্রের খবর, এই বৈঠকের পরে আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গল ক্লাবকে দল গঠনের কাজ চালিয়ে যেতে বলেছে ইমামি। তবে এই কাজ করার আগে ইস্টবেঙ্গল কর্তাদেরকে ইমামির কর্তাদের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। জানা গিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা ইমামির সঙ্গে পরামর্শ করে টিম বিল্ডিং প্রক্রিয়ার কাজ চালিয়ে যাবেন। বিনিয়োগকারীদের কাছে ফুটবলারদের একটি তালিকাও তুলে ধরা হয়েছে। কাদের দলে নেওয়া হয়েছে, কাদের সঙ্গে কথা অনেকটা এগিয়েছে সবটা বলা হয়েছে।
For all the latest Sports News Click Here