পুরোদমে বোলিং শুরু, তবে কি আয়ারল্যান্ড সফরেই দলে ফিরছেন বুমরাহ?
জাসপ্রীত বুমরাহ কবে দলে ফিরবেন, তা নিয়ে জল্পনার অন্ত নেই। তবে আশা করা হচ্ছে, আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপে খেলবেন বুমরাহ। জানা গিয়েছে, তিনি পুরোপুরি ফিট হয়ে ওঠার পথে। এবং আগামী মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে থাকবেন।
তারকা পেসার বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন। পাশাপাশি প্রশিক্ষণও শুরু করেছেন। ধীরে ধীরে তিনি বেশি করে চাপ নিচ্ছেন। এদিকে শ্রেয়স আইয়ারও আবার ব্যাটিং শুরু করে দিয়েছেন।
মার্চ মাসে পিঠের অস্ত্রোপচার হয়েছিল বুমরাহের। তার পর থেকে এনসিএ-তে সফল ভাবে রিহ্যাবের পর গত মাস থেকে সঙ্গে আবার বোলিং শুরু করেছেন। এবং বর্তমানে বুমরাহ ৮-১০ ওভার বল করছেন।
আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষা, জাতীয় দলের জার্সি পরার সময়ে হয়তো কেঁদে ফেলব- আবেগে ভাসছেন KKR তারকা
নির্বাচকেরা এবং টিম ম্যানেজমেন্ট এশিয়া কাপের জন্য বুমরাহকে দলে চাইছেন। গত কয়েক সপ্তাহে তাঁর যে ফিটনেসের উন্নতি হয়েছে, এর অর্থ হল তিনি পরের মাসে ভারতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ডে যেতে পারেন। আগামী দিনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
গত সেপ্টেম্বর থেকে চোটের কারণে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি বুমরাহ। এবং তিনি যাতে পুরো ফিট হয়ে উঠতে পারেন, তার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জানা গিয়েছে যে, নেটে কোনও অস্বস্তি দেখা যাচ্ছে না বুমরাহের। তিনি কিন্তু প্রতিদিন প্রশিক্ষণ নিচ্ছেন। এমনও ইঙ্গিত রয়েছে যে, বুমরাহ এনসিএ-তে কয়েকটি অনুশীলন ম্যাচও খেলতে পারেন।
আরও পড়ুন: রাজনীতির সঙ্গে কেন ক্রিকেট জড়ানো হচ্ছে? বাবরদের ভারতে আসার পক্ষে সরব মিসবাহ
বুমরাহ চোটের কারণে এই বছর আইপিএলেও খেলতে পারেননি। শেষ বার ২০২২ সালের অগস্টে জিম্বাবোয়েতে একটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন। তার পর থেকে তিনি একটি স্ট্রেস ফ্র্যাকচারের সঙ্গে লড়াই করছেন। যার জেরে তাঁর অস্ত্রোপচারের করতে হয়। বুমরাহ ২০২৩ ওডিআই বিশ্বকাপের আগে সময়মতো ফিট হতে পারবেন কিনা, তা নিয়ে উদ্বেগ ছিল।
ভারতীয় দলের প্রাক্তন ফিজিয়ো রামজি শ্রীনিবাসন বলেছিলেন, ‘বুমরাহকে নিয়ে তাড়াহুড়ো করা উচিত হবে না। অনুশীলন ম্যাচ খেলুক। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে কিছু ঘরোয়া ম্যাচ খেলা উচিত বুমরার।’
এদিকে, লোকেশ রাহুলও নাকি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এশিয়া কাপে দলে ফিরতে পারবেন কিনা, সেই সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি। ভারতের আরও এক প্লেয়ারেরও স্ট্রেস ফ্র্যাকচারের কারণে অস্ত্রোপচার করাতে হয়েছিল, সেই প্রসিধ কৃষ্ণ অবশ্য নিয়মিত ভাবে বোলিং শুরু করেছেন। যদিও তিনি আগামী মাসে আয়ারল্যান্ড সফরের জন্য নিশ্চিত নন, তবে তিনি এশিয়া কাপে অংশ নেবেন।
For all the latest Sports News Click Here