‘পুরুষ মনে করি না…’, সোমককে নিয়ে বিস্ফোরক রূপম-পত্নী রূপসা! ক্ষমা চাইলেন আরজে
দিনকয়েক আগে গোটা কলকাতা মজেছিল অরিজিৎ সিং-এর গানে। উৎসবের মেজাজে দেখা মিলেছিল তিলোত্তমার। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছিল একাধিক ভিডিয়ো। তবে বিতর্ক তৈরি হয় যখন রূপম ইসলাম পত্নী রূপসা একটি পোস্ট করেন আরজে সোমককে নিয়ে। পরে সোমকের তরফে ক্ষমাও চাওয়া হয়। দেখে নিন গোটা ঘটনা।
কলকাতায় অরিজিৎ সিং-এর লাইভে উপস্থিত ছিলেন রূপম ইসলাম। রূপমের জন্য গানও গান অরিজিৎ এদিন। এরপর রূপসা ফেসবুকে লেখেন, ‘গতকাল অরিজিৎ ফসিলসের ৩খানা গান গেয়েছিল। ও কি জানত যে রূপম আসবে? না। আমাদের ইনসাইডার.ইনের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল আর গতকাল সকাল অবধি আমরা নিজেরাই নিশ্চিত ছিলাম না আদৌ যেতে পারব কি না সে ব্যাপারে।’
এই পোস্টেই পুরনো এক প্রসঙ্গ উত্থাপন করেন রূপসা। লেখেন কীভাবে একবার ফসিলসের বহরমপুর কনসার্টের সময় অরিজিৎ তাঁকে ফোনে বলেছিলেন, ‘আজ ভগবান আমার শহরে আর আমি নেই। কত পাঁচিল টপকে ফসিলসের শো দেখেছি।’ সঙ্গে রূপসা জুড়ে দেন, ‘গড, ভগবান, দেবতা। এইগুলো বলা কি অন্যায়? অরিজিৎ কি সত্যি মনে করে রূপম ভগবান? না, এটা শুধু কথা বলার স্টাইল।’
এরপর সোমককে নিয়ে লেখেন, ‘আজও এই স্টেটাস দেবে তো? আজও হ্যাজ চলছে? শুধু ভক্ত না আজ তো সবাই স্টেটাস দিচ্ছে। সব নিউজ পোর্টাল নিউজ করছে। নিশ্চয়ই তোমারও চোখে পড়েছে। আজও নিশ্চয়ই তোমার এনাদের হ্যাজ সহ্য হচ্ছে না।’
আরও জুড়ে দেন, ‘তোমার বিয়ে হয়েছে, সন্তানও আছে। কেউ যদি তোমার বউকে আক্রমণ করে তুমি চুপ থাকো তোমাকে আমি পুরুষ বলব না। তোমাকে আক্রমণ করলে তোমার বউ চুপ থাকলেও আমি তাঁকে মহিলা বলব না। আর দেবতা না বললেও গুরু গুরু বলে অনেক হোয়াটসঅ্যাপ তো তুমিও করেছ ভাই। দেবতা বলা অন্যায় হলে গুরু বলাটাও অন্যায়। আর এরপর থেকে যখন স্টেটাস দেবে তখন দেখে নেবে আসলেই কী হয়েছিল সঙ্গে সাহস থাকলে ট্যাগ করে দেবে যাদের নিয়ে স্টেটাস দিচ্ছ।’
কী প্রসঙ্গে এত কথা?
২০২২ সালের পুজোর ঠিক আগেই ইকো পার্কে বসেছিল জমজমাট কনসার্ট। শ্রেয়া ঘোষাল, অনুপম রায়, শংকর এহসান লয়, ফসিলস এবং অর্ণব-রা এসেছিলেন গান গাইতে। অভিযোগ, অর্ণবের পারফরম্যান্স চলাকালীন বিশৃঙ্খলা তৈরি করেন ফসিলস তথা রূপম ইসলামের ভক্তরা। যা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছিল সেই সময়। সেই সময়ই এসেছিল সোমকের স্টেটাস। লিখেছিলেন ‘দেবতা’ আর ‘ভক্তদের’ এই হ্যাজ আর নেওয়া যাচ্ছে না।
জবাব এল সোমকের থেকে
গোটা ঘটনায় বিতর্ক না বাড়িয়ে নিসার্থভাবে ক্ষমা চেয়ে নেন সোমক। ফেসবুকে লেখেন, ‘গত বছর, একটি কনসার্ট এর পর একটি পোস্ট দিয়েছিলাম। তখন মজা করেই, একটু sarcasm নিয়েই লিখেছিলাম। তবে তার জন্য অহেতুক তিক্ততা তৈরি হয়েছে যেটা কাম্য নয়। সব কিছু নিয়ে মজা করাটা ঠিক নয়। আসলে, এখনও শিখছি। আজ আবার শিখলাম। রূপমদা, রূপসাদি মন থেকে ক্ষমা চাইলাম। কোনওদিন ইচ্ছে করে তোমাদের আঘাত দেব না।’
আরও লেখেন, ‘সমস্ত Fossils fan, যারা চটেছেন তাদের কাছেও ক্ষমা চাইছি। Sorry ভাই সব। আমি সেই তোমাদের সঙ্গে ফ্রন্ট অফ স্টেজ, “Fossils Fossils”! একদম মন থেকে।’
For all the latest entertainment News Click Here