পুরুষ ডাবলসে বিশ্বে ১ নম্বরে উঠে নজির প্যারা শাটলার জুটি প্রমোদ-সুকান্তর
শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রীড়ার জগতে বুধবার অর্থাৎ ১৯ এপ্রিল ২০২৩ এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। চিরস্মরণীয় হয়ে থাকবে ভারতের দুই প্যারা শাটলার প্রমোদ ভগত এবং সুকান্ত কদমের জন্য। এই দুই শাটলার যা করে দেখালেন তা ভারতের কোনও প্যারা শাটলার কোনও দিন করতে পারেননি। প্যারা শাটলারদের বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে উঠে এসেছেন এই দুই তারকা। পুরুষ বিভাগে ডাবলসে তারা ক্রমতালিকায় এক নম্বরে উঠে এসেছেন। আর এর মধ্যে দিয়েই তারা গড়ে ফেলেছেন নয়া নজির। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক প্যারা শাটলারদের পুরুষ ডাবলস বিভাগে ক্রমতালিকায় এক নম্বরে উঠে এসেছে নজির গড়েছেন তারা।
ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন অর্থাৎ বিডব্লুএফের তরফে বুধবারেই প্রকাশ পেয়েছে নয়া ক্রমতালিকা। আর সেই ক্রমতালিকাতেই এক নম্বরে উঠে এসে নজির গড়েছেন প্রমোদ-সুকান্ত জুটি। পুরুষ ডাবলস বিভাগে তাঁরা দীর্ঘদিন জুটি বেঁধে খেলছেন। এস এল-৩ এবং এস এল-৪ এই দুই বিভাগেই তারা জুটি বেঁধে খেলেন। শেষ আট মাসে তাঁরা জুটি বেঁধে একসঙ্গে খেলছেন। তাদের পারফরম্যান্সও যথেষ্ট ভালো ছিল। এবার তার পুরস্কারও পেলেন তারা। গত তিনটি টুর্নামেন্টেই তারা ভালো পারফরম্যান্স করেছেন। তিনটি টুর্নামেন্টেই তারা জিতেছেন সোনা। ২০২৩ ব্রাজিল প্যারা আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রথম হন। এরপর স্প্যানিশ প্যারা আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তারা। তারপরে থাইল্যান্ড প্যারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তারা।
বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে ওঠার পরে প্রমোদ ভগত জানিয়েছেন ‘বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে উঠে আসতে পেরে আমি খুব গর্বিত। সুকান্তের সঙ্গে একসঙ্গে এই কৃতিত্ব অর্জন করার ফলে আরও বেশি গর্বিত আমি।আমি এবং সুকান্ত দুজনেই কঠোর পরিশ্রম করেছি।আমাদের সেই পরিশ্রমের পুরস্কার আমরা পেয়েছি।এটা তো শুরু সবেমাত্র।আমরা আরো ভাল কিছু করার জন্য মুখিয়ে রয়েছি। ভারতের হয়ে আরও সম্মান আনা, আরও পদক জেতাই আমাদের লক্ষ্য।’
সুকান্ত জানিয়েছেন, ‘কঠোর পরিশ্রম করেছি আমরা। তাঁর সুফল পেলাম। আমাদের সেরাতে আমরা এখনও পৌঁছইনি। এই সম্মানে আমরা গর্বিত। আরও কঠোর পরিশ্রমের অনুপ্রেরণা দেবে এই সম্মান। আমরা আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে আমাদের অনুশীলন করব আরও ভালো করার জন্য।’
For all the latest Sports News Click Here