‘পুরুষদের প্রেমটা অন্য রকম হয়’, কোন গোপন কথা প্রকাশ করলেন সুজয় প্রসাদ
চারিদিকে এখন সানাইয়ের শব্দ। কে কটা আইবুড়ো ভাতের নিমন্ত্রণ খেতে পারেন তার প্রতিযোগিতা চলছে। বাদ যাচ্ছে না হিসেব কষে দেখে নেওয়া যে কার কটা বিয়ের বাড়ির নিমন্ত্রণ এল। এই ভরপুর বিয়ের মরশুমে যখন সবাই ব্যস্ত তখন অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের মনে অন্য প্রশ্ন উঁকি দিচ্ছে। বিয়ে নিয়ে নানান ভাবনা আসছে তাঁর মাথায়। তিনি জানতে চান বিয়ে আসলে কি রূপকথার গল্প নাকি ঈশপের গল্প? কোনও নীতিশিক্ষা কি পাওয়া যায় বিয়ে থেকে? আর কোন প্রশ্ন উঁকি দিচ্ছে তাঁর মনে?
সম্প্রতি অভিনেতা সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি পোস্ট করেছেন। ফেসবুকে তিনি যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তাঁকে গোলাপী রঙের একটি ধুতি এবং ধূসর রঙের পাঞ্জাবিতে দেখা গিয়েছে। তাঁর কোনও বন্ধুর বিয়ের অনুষ্ঠানের ছবি সেটি। আর সেই ছবি পোস্ট করেই অভিনেতা সম্পর্ক এবং সেই সংক্রান্ত নানান অনুভূতির বিষয় বিশ্লেষণ করেছেন। সম্পর্ক থেকে বিয়ে এই বিষয় নিয়ে সুজয় প্রসাদের উপলব্ধি ঠিক কী? এই প্রশ্নের উত্তর জানার জন্য আনন্দবাজারের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়।
অভিনেতা জানান, ‘মাঝে মধ্যে মনে হয় কোথাও কি অসম্পূর্ণতা রয়ে গেল? আমার তো কোনদিন বিয়ে হবে না। সামাজিক স্বীকৃতি পাব না। এটা কি তবে একটা অসম্পূর্ণতা? তারপরই মনে হয় এটা তো কেবল একটা সামাজিক অনুষ্ঠান। বন্ধুত্বযাপনের সঙ্গে এটার কোনও সম্পর্ক নেই।’
তিনি জানান জীবনে বহু প্রেমের প্রস্তাব পেয়েছেন। বিশেষ করে ‘বেলাশেষে’ ছবির পর। অভিনেতার কথায়, একটি মেয়ে তাঁকে রোজ মেসেজ করত, বহু চিঠিও পেয়েছেন তিনি একজনের থেকে। এই এত প্রেমের প্রস্তাব এই সমস্ত কিছু কীভাবে সামলান অভিনেতা? তিনি জানান, ‘মেয়েটিকে ডেকে বুঝিয়েছিলাম, সে বলেছিল সব জেনেই আমার সঙ্গে থাকতে চায়। কিন্তু আমি রাজি ছিলাম না।’ সুজয় প্রসাদ আরও জানান, ‘পুরুষদের প্রেমটা একটু অন্যরকম হয়। আমি অনেক বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে ছিলাম। কিন্তু দেখেছি সেই সব পুরুষদের কোনও অবস্থান ছিল না। আমি কখনও কারও ঘর ভাঙিনি। কিন্তু বিয়েটা আমার কাছে রূপকথার গল্পের মতো। যা শুনতে শুনতে ঘুমিয়ে পড়া যায়।’
কিছুদিন আগেই অভিনেতা একটি ইন্দো-ব্রিটিশ প্রোডাকশনের কাজ শেষ করেছেন। একটি ছবির শ্যুটিং সেরে কিছুদিন আগেই তিনি ফিরেছেন। বেলাশেষের সিক্যুয়েল ‘বেলাশুরু’তেও তাঁকে দেখা গিয়েছিল। সেখানেও ধরা পড়েছিল তাঁর এবং ঋতুপর্ণার অন্যরকম সম্পর্কের কথা।
For all the latest entertainment News Click Here