পুরস্কার নিতে ডেকে চরম অপমান করল উদ্যোক্তারা! বিস্ফোরক ইমন চক্রবর্তী
তাঁর হাত ধরে বাংলার ঝুলিতে এসেছে বিরাট সম্মান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ‘তুমি যাকে ভালোবাসো’ র জন্য সেরা কন্ঠশিল্পীর সম্মান পেয়েছিলেন ইমন। এরপর বহু হিট গান আপামার বাঙালি শ্রোতাকে উপহার দিয়েছেন তিনি, আলোকিত করেছেন সংগীত রিয়ালিটি শো-এর বিচারকের আসন। বাংলার বাইরেও ইমনের ভক্ত সংখ্যা অগুনতি, তবে জাতীয় পুরস্কার জয়ী এই শিল্পীকেই এবার চরম অপমানের মুখে পড়তে হল।
কে বা কারা অপমান করল ইমনকে? সব ঘটনা ফেসবুক লাইভে এসে নিজেই জানালেন ইমন। এমনিতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অ্যাক্টিভ গায়িকা। নিজের মনের কথা হামেশাই শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে, তবে এবার ইমন যে ঘটনার কথা জানালেন তা শুনলে রাগ হবে আপনারও! গায়িকা জানান, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় শহরের এক নামজাদা পাঁচতারা হোটেলে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নাম, ‘প্রাইড অফ নেশন’। সেখানেই তাঁকে পুরস্কৃত করা হবে এমনটা নিজের ম্যানেজারের মাধ্যমে জানতে পেরেছিলেন ইমন। পরদিন (বুধবার) শান্তিনিকেতনে প্রোগ্রাম থাকায় গতকাল রাতেই রওনা দেওয়ার কথা ইমনের। তবুও কিছুটা সময় বার করে নির্দিষ্ট সময়ে ভেন্যুতে হাজির হন ইমন।
ইমন বলেন, ‘অভ্যাসবশত আমি নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট আগে ৫.১৫ নাগাদ সেখানে উপস্থিত হই। অথচ দেখি সেখানে কোনওরকম ব্যবস্থাই করা হয়নি’। এরপর তাঁকে হোটেলের একটি রুমের চাবি হাতে ধরিয়ে অপেক্ষা করতে বলা হয়, অসুবিধার কথা জানালে আয়োজকদের একজন জানান ৬টার মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। কিন্তু ৬.৩০ অবধি অপেক্ষা করবার পরেও কোনও ডাক আসেনি। তাই সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন ইমন। যখন আয়োজকদের সামনে দিয়ে তিনি বেরিয়ে আসছেন তখন কেউ এগিয়ে এসে তাঁর সঙ্গে কোনওরকম কথা বলেনি বলে দাবি করেন গায়িকা। এতে প্রচণ্ড অপমানিত বোধ করেন ইমন। একজন পুরস্কারপ্রাপকের প্রতি এতটুকুও সম্মান প্রদর্শন না করে সকলে তখন চা-কফিতে কিংবা সেলফি তুলতে ব্যস্ত। ইমনের প্রশ্ন, ‘তাহলে আপনারা কি জন্য ওখানে শিল্পীদের ডাকেন যদি যোগ্য সম্মান না দিতে পারেন?’ গায়িকা স্পষ্ট জানান, প্রত্যেক মানুষের সময়ের দাম আছে এবং শিল্পীরাও আলাদা নয়। তাঁদের সম্মান করা উচিত।
এই ঘটনা থেকে উচিত শিক্ষা পেয়েছেন ইমন সেকথাও মেনে নেন তিনি। ভবিষ্যতে কোনও অ্যাওয়ার্ড শো-তে যাওয়ার আগে সবদিক নিজে খতিয়ে দেখবেন তিনি, তা জানালেন এদিন। নিজের অনুরাগী এবং উঠতি শিল্পীদেরও সতর্ক করেন ইমন।
ইমনের এই ফেসবুক লাইভ হু হু করে ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ইমনকে সমর্থন জানিয়েছেন তাঁর ফলোয়ার্সরা। সকলের বক্তব্য, ‘একদম ঠিক করেছো’। এই সুর ধ্বনিত হল ইমনের স্বামী নীলাঞ্জন ঘোষের মন্তব্যেও। কমেন্ট বক্সে নীলাঞ্জন লেখেন- ‘একদম ঠিক করেছো’, পালটা জবাবে ইমন বলেন- ‘ধন্যবাদ বর, আই লাভ ইউ’।
For all the latest entertainment News Click Here