পুরনো কাসুন্দি নিয়ে জলঘোলার মাঝেই ফের কাছাকাছি আসছেন শাহরুখ-প্রিয়াঙ্কা?
কেন একসময় দেশ ছেড়েছিলেন! বলিউড ছেড়ে কেন হলিউডে গিয়ে কাজ খুঁজতে হয়েছিল তাঁকে। সম্প্রতি, তা নিয়েই সম্প্রতি বোমা ফাটিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলেছেন তিনি এতদিন যা বলেননি, তা এবার বলছেন। জানিয়েছেন, বলিউডের একটি দলের রাজনীতিই তাঁকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। প্রিয়াঙ্কা খোলসা করে না বললেও প্রিয়াঙ্কার সমর্থনে ২০১২-র সেই ঘটনার কথা বলেই ফেলেছেন কঙ্গনা রানাওয়াত। সামনে এসেছে শাহরুখ-প্রিয়াঙ্কার পুরনো কাসুন্দি। যা কমবেশি অনেকেই জানেন।
এদিকে শাহরুখ-প্রিয়াঙ্কার পুরনো সম্পর্ক নিয়ে জলঘোলার মাঝেই শোনা যাচ্ছে, ফের একই ছবিতে অভিনয় করতে চলেছেন পুরনো জুটি শাহরুখ-প্রিয়াঙ্কা। শুনে আবাক হলেন তো? তবে এমনটাই ঘটতে চলেছে দীর্ঘ ১২ বছর পর। আর এটা সম্ভব হচ্ছে ফারহান আখতারের নতুন ছবি ‘জি-লে-জারা’র দৌলতে। যে ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। তবে শাহরুখ নাকি থাকছেন ক্যামিও চরিত্রে। তবে খুব অল্প সময়ের জন্যই দেখা যাবে তাঁকে। আদৌ ছবিতে শাহরুখ-প্রিয়াঙ্কা মুখোমুখি হবেন কিনা তা স্পষ্ট নয়।
আরও পড়ুন-যা আগে বলিনি তা আজ বলছি, বলিউডের কিছু লোক আমায় দেশ ছাড়তে বাধ্য করে : প্রিয়াঙ্কা
আরও পড়ুন-গৌরীর অঙ্গুলি হেলনেই নাকি প্রিয়াঙ্কাকে ‘ছুরি মারেন’ করণ! পুরনো ঘটনা নিয়ে জলঘোলা
আরও পড়ুন-বিস্ফোরণের সেই মুহূর্ত এখনও চোখে ভাসছে, চোখের সামনেই আমার শরীরটা দগ্ধ হল: আঁখি
প্রসঙ্গত, সালটা ছিল ২০০৪। ফারহান আখতারের ‘ডন’-সিনেমার প্রথমবার একসঙ্গে কাজ করেন শাহরুখ প্রিয়াঙ্কা। তাঁদের রসায়ন মনে ধরেছিল দর্শকদের। তারপর ফের ২০১১ সালে ‘ডন-২’ তে অভিনয় করেন এই জুটি। আর তখনই গণ্ডোগোলের সূত্রপাত। শোনা যায়, একে অপরের প্রেমে হাবুুডুবু খাচ্ছিলেন তাঁরা। যে আগুন ‘মন্নত’ শান্তি বিঘ্নিত করেছিল। বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন গৌরী। স্ত্রীকে শান্ত করে প্রিয়াঙ্কার সঙ্গে আর কাজ না করার প্রতিশ্রুতি দেন শাহরুখ। কথাও রাখেন কিং। দীর্ঘ ১২ বছর প্রিয়াঙ্কা ছায়াও মারাননি তিনি। যদিও শোনা যায়, শাহরুখ-গৌরীর সংসার বাঁচাতে সেসময় এগিয়ে আসেন করণ জোহর। তিনি প্রিয়াঙ্কার কাজ পাওয়া একপ্রকার বন্ধ করেন। সে যাই হোক, সময়ের চাকা এগোতেই পুরনো ক্ষতে মলম লেগেছে। ফের সুখে সংসার করছেন শাহরুখ-গৌরী। কিন্তু তারই মাঝে শোনা যাচ্ছে, ফের শাহরুখ-প্রিয়াঙ্কার কাছাকাছি আসার খবর, যদিও সেটা শ্যুটিংয়ের কারণে। যদিও তাঁরা আদৌ মুখোমুখি হবেন কিনা তা স্পষ্ট নয়। কী ঘটে তা সময়ই বলবে…।
For all the latest entertainment News Click Here