‘পুনম বিশ্বস্ত নয়’, কুকুরকে ভালোবাসলে বউকে পেটাতেন? অভিযোগের জবাব দিলেন স্যাম
পুনম পাণ্ডে মানেই বিতর্ক। বিয়ে হোক বা বিচ্ছেদ- পুনমের ব্যক্তিগত জীবন নিয়ে ঘিরে হামেশাই কন্ট্রোভার্সি। হানিমুনে গিয়ে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন এই অ্যাডাল্ট মডেল। পরবর্তীতে স্বামীর সঙ্গে ঝামেলা মিটিয়ে নিলেও ফের স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন পুনম। আপতত কঙ্গনা রানাওয়াতের রিয়ালিটি শো ‘লক আপ’-এ দেখা যাচ্ছে পুনমকে। সেখানে স্বামীর সঙ্গে তিক্ত সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন পুনম। বা বলা ভালো স্বামীর বিরুদ্ধে একরাশ অভিযোগ করেছেন তিনি।
২০২০ সালের সেপ্টেম্বরে বিয়ের বাঁধনে বাঁধা পড়েছিলেন পুনম-স্যাম। এরপর স্যামের বিরুদ্ধে শ্লীলতাহানি ও গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন পুনম, গ্রেফতারও হয়েছিল স্যম। পুনমের অভিযোগের জবাব দিয়ে ইটাইমসে স্যাম বম্বে জানান, ‘যেমনটা আমি বলেছি অত্যাচার অনেক রকমের হয়। অনেক পুরুষই এইটার মধ্যে দিয়ে যায়, এবং একটা পর্যায়ে গিয়ে সে জবাব দেবেই। আমাদের মধ্যে যা হয়েছে, সেটা আমার তরফ থেকে শুরু করা হয়নি’।
স্যাম এমনও দাবি করেছেন, দুজনেই দুজনকে পাগলের মতো আজও ভালোবাসেন, তবে তাঁদের সম্পর্ক জোড়া লাগবে না কেবলমাত্র তাঁদের ইগোর জন্য। তিনি আরও বলেন, ‘হয়ত পুনম আমাদের সাত পাকে বন্ধনকে খুব বেশি সিরিয়াসলি নেয়নি। কিন্তু আমি নিয়েছি। আর যবে ও ফিরতে চাইবে আমি ওকে মন খুলেই স্বাগত জানাবো। আমার বউয়ের মধ্যে সব গুণ রয়েছে শুধু একটা নেই, বিশ্বস্ততা। যতদিন না পর্যন্ত সেটা ও পালটে নিচ্ছে…’।
পুনম সম্প্রতি ‘লক আপ’-এর সহ-প্রতিযোগী করণবীর বোহরার সঙ্গে আড্ডা দিতে দিতে বলেন স্যামের সঙ্গে তাঁর তিক্ত দাম্পত্য সম্পর্কের কথা। পুনমের অভিযোগ বাড়িতে ফোনে হাত দিতে দিতো না স্বামী। কুকুরদের ভালোবাসলেও কপালে জুটত মার। তিনি জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ পর্যন্ত হয়েছে তাঁর। সেটাও বরের হাতে মার খেয়ে!
For all the latest entertainment News Click Here