পুতুলে মাদক লুকিয়ে নাকি ফাঁসানো হয়েছে অভিনেত্রীকে, শারজা কাণ্ডে ভারতে গ্রেফতার ২
অভিনেত্রী ক্রিসন পেরেইরাকে কিছু দিন আগে গ্রেফতার করা হয়েছে শারজায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি মাদক পাচার করছিলেন। কিন্তু তাঁর এই ঘটনায় এবার নতুন মোড়। তাঁকে নাকি ফাঁসানো হয়েছে। এবং সেই অভিযোগে এবার মুম্বইয়ে দু’জনকে আটক করল পুলিশ।
কী কী অভিযোগ উঠেছে?
জানা গিয়েছে ‘সড়ক ২’ বা ‘বাটলা হাউজ’-এর অভিনেত্রীকে ফাঁসিয়েছেন অ্যান্থনি পল নামের একজন। এমনই অভিযোগ উঠেছে। কিন্তু কেন ফাঁসাতে গেলেন তাঁকে? কী কী অভিযোগ উঠেছে পর পর দেখে নেওয়া যাক।
অনেকের বক্তব্য, এই অ্যান্থনি পল নাকি ক্রিসন পেরেইরাদেরই অ্যাপার্টমেন্টে থাকেন। অভিনেত্রীর মায়ের সঙ্গে এই অ্যান্থনির নাকি বিরাট ঝামেলা হয় দু’বার। প্রথম বার কোভিড সংক্রমণের গোড়ার দিকে। দ্বিতীয় বার তাঁদের কুকুর চিৎকার করায় তা নিয়েও আপত্তি তোলেন অ্যান্থনিরা। আর সেখান থেকেই বাড়ে তিক্ততা।
অভিযোগ, গত মাসের শেষ দিকে ক্রিসন পেরেইরার মায়ের ফোনে একটি ফোন আসে। উলটো দিকের ব্যক্তি নাকি বলেন, তাঁর মেয়েকে ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পাইয়ে দেবেন। এই ফোন নম্বরে ক্রিসন ফোন করলে, তাঁকে দেখা করতে বলা হয়। যিনি দেখা করেন, তাঁর নাম নাকি রবি। এতর পরে তিনি নাকি ক্রিসনকে বলেন, কাজের জন্য শারজা যেতে হবে। সঙ্গে করে তিনি একটি উপহারও নিয়ে যেতে বলেন। সেই উপহারের পুতুলটি ক্রিসনের হাত দিয়ে তিনি তাঁর এক পরিচিতকে শারজায় পাঠাতে চান। বলেন, শারজায় বিমানবন্দরে বা তাঁর হোটেলের ঘরে এসে কোনও এক ব্যক্তি সেটি নিয়ে যাবেন।
এর পরে ক্রিসন সেই উপহার সমেত শারজা পৌঁছোন। যদিও কেউ নাকি তাঁর সঙ্গে দেখা করতে আসেন না। তার পরে তিনি সেটি নিয়ে থানায় যান। এবং বিষয়টি পুলিশকে জানান। পুলিশ দেখে, তার মধ্যে গাঁজা এবং আফিস জাতীয় মাদক রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করা হয়।
এদিকে ক্রিসন পেরেইরার পরিবারের লোকজন এই ঘটনার পরে মুম্বই পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্ত শুরু করে। সেই তদন্তের ভিত্তিতে বেকারির মালিক অ্যান্থনিকে আটকও করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি একই সঙ্গে আরও চার জনের হাতে এভাবে মাদক পাঠিয়েছেন। তাঁদের মধ্যে তিন জন পুলিশের হাত থেকে বেঁছে গেলেও, একজন গ্রেফতার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অ্যান্থনির গ্রেফতারের কাগজপত্র শারজায় পাঠানো হচ্ছে। আশা করা হচ্ছে অল্প কয়েক দিনেই ক্রিসন সেখানকার পুলিশি হেফাজত থেকে মুক্তি পাবেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here