পুজো সকলের ভালো কাটুক, গড়িয়ায় লর্ডসের উদ্বোধন করে বললেন সৌরভ
শুভব্রত মুখার্জি: বাংলা ও বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশ এমনকি গোটা বিশ্বের বাঙালি মেতে ওঠেন এই পুজোর আনন্দে। পুজো আসা মানেই চারদিকে সাজ সাজ রব। চারদিন ধরে অনাবিল আনন্দ। সব দুঃখ, কষ্ট ভুলে প্রাণের উৎসবে মেতে ওঠা। বিগত প্রায় দুই দশক ধরে পশ্চিমবঙ্গ তথা কলকাতাতে থিম পুজোর চলটাই সব থেকে বেশি। আর সেই পুজোর থিমেই এবার ধরা দিতে চলেছেন বাঙালির সেরা আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়! হ্যাঁ ঠিক এমন ঘটনাই ঘটতে চলেছে দক্ষিণ কলকাতার গড়িয়াতে। গড়িয়ার নব দুর্গাপুজোর প্যান্ডেলের থিম এবার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের আইকনিক ব্যালকনি। বাঙালির অন্যতম সেরা আইকন সৌরভ উদ্বোধন করেন। পুজো সকলের ভালো কাটুক, গড়িয়ায় লর্ডসের উদ্বোধন করে বললেন সৌরভ
যে ব্যালকনিতে দাঁড়িয়ে ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পরে তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি খুলে আকাশে মুষ্টিবদ্ধ হাত ছুড়ে করা উদযাপন জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। বাঙালির মননে সেই থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে এক আলাদা জায়গা করে নিয়েছে লর্ডসের ওই ব্যালকনি। আর ওই আইকনিক ব্যালকনিতে দাঁড়িয়ে নাক উঁচু ব্রিটিশদের একেবারে ঝামা ঘষে দিয়ে মাথা উঁচু করে চলার যে বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায় গোটা বাঙালি জাতি তথা ভারতকে শিখিয়েছিলেন। সেই ঘটনাকে কুর্ণিশ জানাতেই এবার ময়দানে গড়িয়া নব দুর্গাপুজো এই লর্ডসের ব্যালকনিকেই বেছে নিয়েছে তাদের থিম হিসেবে।
গড়িয়ার নব দুর্গাপুজোর বৈশিষ্ট্য হল এখানে দুর্গার নটি রূপকে আলাদা আলাদাভাবে পুজো করা হয়। দীর্ঘদিন ধরেই এই পুজোর বৈশিষ্ট্য এটাই। এই পুজোর পাশাপাশি রয়েছে আরও একটি পুজো। যেখানে উল্লেখজনকভাবে দুর্গাকে আবার পাঁচটি ভিন্ন রূপে পুজো করা হয়। গড়িয়া মেট্রো স্টেশন থেকে খুব কাছেই রয়েছে এই পুজো প্রাঙ্গণ। স্বাভাবিকভাবেই এবার লর্ডসের আইকনিক ব্যালকনিকে থিম হিসেবে বেছে নিয়ে উদ্যোক্তারা বাঙালির সেরা আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়কে সম্মান জানাতে চেয়েছেন।
উল্লেখ্য ত্রিদেশীয় ন্যাটওয়েস্ট ট্রফিতে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড দুই দল। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ভারতকে জয়ের জন্য ৩২৬ রানের বিরাট লক্ষ্যমাত্রা দিয়েছিল। দলে আসা তৎকালীন নবীন দুই তারকা মহম্মদ কাইফ এবং যুবরাজ সিংয়ের ব্যাটে ভর করে ভারত এক অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল। তারপরেই নিজের জার্সি খুলে লর্ডসের ব্যালকনিতে সৌরভের সেই উচ্ছ্বাস আজও চিরস্মরণীয় হয়ে রয়েছে।
For all the latest Sports News Click Here