‘পুজোয় কী পোশাক পরতে হয় শেখো’, ফের ট্রোলের মুখে হিয়া, আবার কোন ‘ভুল’ করলেন?
টেলিভিশন দুনিয়ার দৌলতে তিনি এখন অত্যন্ত চেনা মুখ। যদিও বর্তমানে তাঁকে কোনও ধারাবাহিকে দেখা যায় না। তবে তাঁর কেরিয়ার কিন্তু টলিউড দিয়েই শুরু হয়েছিল। শিশুশিল্পী হিসেবে তিনি তাঁর কেরিয়ার শুরু করেন। পটল কুমার গানওয়ালা ধারাবাহিকে তাঁকে প্রথম দেখা যায়। সেই থেকে তিনি সকলের কাছে পটল বা পটল কুমার হিসেবেই পরিচিত হয়ে আছেন। এখন যদিও তাঁর বয়স বেড়েছে। কিন্তু বিনোদন জগৎ থেকে তিনি দূরেই আছেন। তবে বিনোদন জগতে তাঁর দেখা না মিললেও সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ তিনি।
মাঝেই মধ্যেই হিয়া এমন এক একটি পোস্ট করেন যে তাঁকে রীতিমত কটাক্ষের শিকার হতে হয়। এই বয়সেই কখনও তাঁকে মদের গ্লাস হাতে দেখা যায় তো কখনও ছোট পোশাক পরে চটুল অঙ্গভঙ্গি করে রিল বানান। ফলে সবটা মিলিয়েই যে তাঁকে বিস্তর কটাক্ষ সইতে সেটা বলার অপেক্ষা রাখে না।
এখন আবার কী করলেন তিনি? বিশেষ কিছুই না, ছোট্ট একটি সাদা রঙের জামা পরে মা কালীর একটি মূর্তির পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন। আর তাতেই তাঁকে রীতিমত কটাক্ষ করলেন নেটিজেনরা।
এক ব্যক্তি তাঁকে পরামর্শ দিয়ে লেখেন, ‘ছবিটা বসে তুলতে হতো, ভদ্র ড্রেস পরতে হতো। এটা পুজো, পার্টি নয়।’ আরেকজন লেখেন, ‘পুজোর জায়গায় কী পরা উচিত আর কী নয় সেটা জানা উচিত।’ আরেকজন বিদ্রুপ করে লেখেন, ‘যেভাবে ছবিটা তুলেছেন তাতে মনে হচ্ছে মা কালী ওঁর বান্ধবী। বেশি পাকা।’
তবে কেবল এই ছবিটাই নয়। কদিন আগে তিনি একটি মিরর সেলফি তুলেছিলেন সেটার জন্য তাঁকে রীতিমত কটাক্ষের মুখে পড়তে হয়। এক ব্যক্তি তির্যক ভাবে সেই পোস্টে লেখেন, ‘বাঁকা পটল।’ শুধুই কি তাই আরও নানা বিরূপ মন্তব্য উড়ে আসে তাঁর দিকে।
For all the latest entertainment News Click Here