পি সেনের সেমিতে সহজ প্রতিপক্ষ মোহনবাগানের, কঠিন লড়াই ভবানীপুরের
বর্তমানে চলছে পি সেন ট্রফির ম্যাচ। পি সেন ট্রফির ম্যাচে সেমিফাইনালে আগেই উঠে গিয়েছে সিএবি সভাপতি একাদশ এবং তপন মেমোরিয়াল। আজ অর্থাৎ মঙ্গলবার মোহনবাগান খেলতে নামে বড়িশা স্পোর্টিংয়ের বিরুদ্ধে। এই ম্যাচে বড়িশা স্পোটিংকে হারিয়ে মোহনবাগান সেমিফাইনালে জায়গা করে নিল। অন্য আরেকটি ম্যাচে মুখোমুখি হয় ভবানীপুর এবং টাউন ক্লাব। সেই ম্যাচে টাউন ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে ওঠে ভবানীপুর। শেষ পর্যন্ত সেমিফাইনালে খেলবে এই চারটি দল।
আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে মোহনবাগান ও বড়িশা স্পোটিং মুখোমুখি হয়। সেই ম্যাচেই বড়িশাকে চার উইকেটে হারায় মোহনবাগান। প্রথমে ব্যাট করতে নামে বড়িশা ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে করে ২১১ রান। এই রান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অগ্নিভ পান। তিনি ৭৮ বলে ৬৭ রান করেন। তবে মোহনবাগানের হয়ে চার উইকেট নেন দীপক পুনিয়া।
জবাবে ব্যাট করতে নেমে মোহনবাগানের জয় এনে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কাজী জুনেইদ সৈফি এবং অভিষেক পোড়েল। কাজী করেন ৫৭ রান। আর অভিষেক করেন ৪৫ রান।
অপরদিকে ইডেনে মুখোমুখি হয় ভবানীপুর ও টাউন ক্লাব। তবে সেখানে ৪৩ ওভারে ম্যাচ খেলা হয়। টাউন ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে করে ২০৯ রান। টাউন ক্লাবের হয়ে ২০৯ রান তুলতে সাহায্য করে সন্দীপ তোমর ও নাভেদ আহমেদ। সন্দীপ করেন ৫৮ রান এবং আহমেদ করেন ৪৪ রান। ভবানীপুরের হয়ে জেসল কারিয়া নেন তিন উইকেট। চিরাগ জানি নেন দু’টি উইকেট। ভবানীপুর চার উইকেটে ম্যাচ জেতে। ভবানীপুরের হয়ে ম্যাচ জিততে সাহায্য করে অনুষ্টুপ মজুমদার ও জেসল করেন। অনুষ্টুপ করেন ৫১ রান ও জেসল করেন ৩২ রান। ভবানীপুর ছয় উইকেট হারিয়ে ২১০ রান তুলে ম্যাচ জিতে নেয়।
সোমবারের ম্যাচে সিএবি জেলা একাদশকে হারায় তপন মেমোরিয়াল। অন্য আরেকটি ম্যাচে সিএবি সভাপতি একাদশ হারায় পূর্ব রেলকে। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মোহনবাগান, ভবানীপুর, সিএবি সভাপতি একাদশ এবং তপন মেমোরিয়াল। সিএবি সভাপতি একাদশ এবং তপন মেমোরিয়ালের বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান ও ভবানীপুর।
For all the latest Sports News Click Here