‘পিসি’ নয়, পদবি ব্যবহার করবেন না, কেন রেখার মতো শুধু নামে পরিচিতি চান প্রিয়াঙ্কা
খুব শীঘ্রই নতুন কাজ নিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর আগামী সিরিজ সিটাডেল শীঘ্রই অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেতে চলেছে। রুশো ব্রাদার্সের এই প্রজেক্টে অভিনেত্রীকে একজন চরের চরিত্রে দেখা যাবে। তিনি আপাতত তাঁর এই আগামী কাজের প্রচার সারছেন মুম্বইতে। সেখানেই একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন তিনি তাঁর পদবী নয়, কেবল নাম দিয়ে পরিচিতি পেতে চান। এই প্রসঙ্গে তিনি উদাহরণ হিসেবে রেখার নাম করেন।
এর আগে একাধিকবার সিটাডেলের বিষয়ে নানা অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। জানিয়েছেন তিনি কীভাবে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হন। তিনি এই সিরিজে কাজ করার প্রসঙ্গে বলেছেন এই ২২ বছরের কেরিয়ারে তিনি এই প্রথমবার তাঁর সহ পুরুষ অভিনেতার মতোই পারিশ্রমিক পেয়েছেন। পারিশ্রমিকের ক্ষেত্রে সমতা ছিল। একই সঙ্গে বলেছেন তাঁকে এই সিরিজের জন্য কোনও অডিশন দেননি। যদিও হলিউডে যখন তিনি প্রথম প্রথম কাজ শুরু করেছিলেন তখন তাঁকে অডিশন দিতে হতো।
সম্প্রতি তিনি টেলিগ্রাফের টি২-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান প্রিয়াঙ্কার মতো একটা সাধারণ নাম বলিউডে কীভাবে ব্যবহৃত হয়। অভিনেত্রীর কথায়, ‘সমস্ত আমেরিকানরা যে প্রিয়াঙ্কাকে চেনেন তিনি হলাম আমি। এই বিষয়টার বেশ একটা সুবিধা আছে। কিন্তু আমি যখন ভারতে আসি তখন সেখানে যদি একটা ঘরে কিছু মানুষকে রাখা হয় তাহলে তার মধ্যে ৬ জনের নামই প্রিয়াঙ্কা হবে। তাই ভারতে বিগত বেশ কিছু বছর ধরেই আমি ‘পিসি’ বলেই পরিচিতি পেয়ে এসেছি। কিন্তু আমি যখন আমেরিকায় থাকি, তখন আমি এই নামে একাই থাকি। আমি ওখানে আর তেমন নিজের পদবী ব্যবহার করি না। আমি চের বা রেখার মতো হতে চাই। কেবল নাম দিয়ে পরিচিতি পেতে চাই। শুধু প্রিয়াঙ্কা। আমার দারুণ লাগে এটা।’
প্রিয়াঙ্কা অভিনীত সিটাডেলের প্রথম সিজনে ৬টা পর্ব আছে। এর মধ্যে প্রথম দুটোর প্রিমিয়ার হবে আগামী ২৮ এপ্রিল। এই সিরিজে তাঁর সঙ্গে দেখা যাবে রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি তুচ্চি, লেসলি ম্যানভিল, প্রমুখকে।
এর পর আগামীতে তাঁকে হেডস অব স্টেট নামক একটি প্রজেক্টে দেখা যাবে। অভিনেত্রী শীঘ্রই সেটার শ্যুটিং শুরু করবেন। তাঁর সঙ্গে এখানে ইদ্রিস এলবা, জন চেনাকে দেখা যাবে। এছাড়া লাভ এগেনেও তাঁকে দেখা যেতে চলেছে। সেটা মে মাসে মুক্তি পাবে।
For all the latest entertainment News Click Here