পিতা-পুত্রের অঙ্কে ফুলমার্কস অশ্বিনের, চন্দ্রপলদের ফিরিয়ে ইতিহাস গড়লেন রবি
ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিচন্দ্রন অশ্বিনকে মাঠে নামায়নি ভারত। অথচ ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অশ্বিনই। প্রথম ২টি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অশ্বিনই ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট দখল করেন।
২০১৯-২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অশ্বিন সব দেশের মধ্যে সব থেকে বেশি ৭১টি উইকেট দখল করেন। ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে রবিচন্দ্রন ৬১টি উইকেট নেন। সব দেশের মধ্যে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিন নম্বরে থাকেন অশ্বিন। তা সত্ত্বেও তাঁকে উপেক্ষিত থাকতে হয় এবছর ফাইনালে।
এবার নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অশ্বিনই ভারতের হয়ে প্রথম উইকেট তুলে নেন। ডমিনিয়াক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ক্যারিবিয়ান ওপেনার তেজনারায়ণ চন্দ্রপলকে বোল্ড করে উইকেট তোলার কাজ শুরু করেন রবিচন্দ্রন।
উল্লেখযোগ্য বিষয় হল, তেজনারায়ণের উইকেট নেওয়া মাত্রই অশ্বিন বিরল এক রেকর্ড গড়ে ফেলেন। এমন এক নজির গড়েন ভারতের তারকা স্পিনার, যা আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই। আসলে রবিচন্দ্রন অশ্বিনই ভারতের একমাত্র বোলার, যিনি টেস্ট তথা আন্তর্জাতিক ক্রিকেটে পিতা-পুত্র দু’জনেরই উইকেট তুলে নেন। রবিচন্দ্রন এর আগে সংগ্রহ করেছেন শিবনারায়ণ চন্দ্রপলের উইকেট। এবার তিনি নিলেন শিবনারায়ণের ছেলে তেজনারায়ণ চন্দ্রপলের উইকেট।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের প্রথম দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে মোটে ৫ জন বোলার রয়েছেন, যাঁরা পিতা-পুত্রের উইকেট সংগ্রহ করেছেন। অশ্বিন তাঁদের মধ্যে একজনে পরিণত হলেন। রবিচন্দ্রনের আগে এই কৃতিত্ব রয়েছে ইয়ান বোথাম, ওয়াসিম আক্রম, মিচেল স্টার্ক ও সাইমন হার্মারের।
আরও পড়ুন:- যশস্বী ও ইশান ভারতের কত নম্বর টেস্ট ক্রিকেটার? টেস্টে আত্মপ্রকাশ করা শেষ ১০ জন ভারতীয়র তালিকা দেখুন
আন্তর্জাতিক ক্রিকেটে পিতা-পুত্রের উইকেট নেওয়া বোলাররা:-
১. ইয়ান বোথাম- ল্যান্স ও ক্রিস কেয়ার্নসের উইকেট নিয়েছেন।
২. ওয়াসিম আক্রম- ল্যান্স ও ক্রিস কেয়ার্নসের উইকেট নিয়েছেন।
৩. মিচেল স্টার্ক- শিবনারায়ণ ও তেজনারায়ণ চন্দ্রপলের উইকেট নিয়েছেন।
৪. সাইমন হার্মার- শিবনারায়ণ ও তেজনারায়ণ চন্দ্রপলের উইকেট নিয়েছেন।
৫. রবিচন্দ্রন অশ্বিন- শিবনারায়ণ ও তেজনারায়ণ চন্দ্রপলের উইকেট নিয়েছেন।
অশ্বিন ম্যাচ তথা দিনের প্রথম সেশনেই একজোড়া উইকেট তুলে নেন। ইনিংসের ১২.৫ ওভারে অশ্বিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তেজনারায়ন চন্দ্রপল। ৪৪ বলে ১২ রান করেন তিনি। দলগত ৩১ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পরে ইনিংসের ১৬.৩ ওভারে অশ্বিনের বলে রোহিত শর্মার হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ক্রেগ ব্রাথওয়েট। ৪৬ বলে ২০ রান করেন তিনি। ৩৮ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দুই ক্যারিবিয়ান ওপেনারকেই সাজঘরের পথ দেখান অশ্বিন। দিনের প্রথম সেশনে ভারতের হয়ে ইনিংসের প্রথম ২টি উইকেটই দখল করেন রবিচন্দ্রন।
For all the latest Sports News Click Here