পিটার পার্কার নয়, পবিত্র প্রভাকর হয়ে আসছে ভারতের স্পাইডারম্যান, মুক্তি ২ জুন
সুপারহিরো ভক্তদের জন্য সুখবর! ভারতের নিজের স্পাইডারম্যান আসছে! একটা দীর্ঘ লড়াইয়ের পথ পেরিয়ে স্পাইডারম্যান থুড়ি ভারতের নিজের পবিত্র প্রভাকর পা রাখছে দেশে। সদ্য এমন খবরই ভাগ করে নিল সোনি পিকচার্স।
সোনি পিকচার্সের তরফে এদিন জানানো হয় ‘স্পাইডারভার্সের দুর্দান্ত চরিত্রগুলোর সঙ্গে আগামী ২ জুন মোলাকাত সারুন।’ তারা একই সঙ্গে জানান এই ছবিটি দেশে একাধিক ভাষায় মুক্তি পেতে চলেছে। ইংরেজি তো বটেই, সঙ্গে হিন্দি, তামিল, তেলুগু, গুজরাটি, মারাঠি, বাংলা, কন্নড়, এবং মালায়লাম ভাষায় আসছে এই ছবি। এই ১০ ভাষার মধ্যে ৯টি ভাষায় ট্রেলার মুক্তি পেয়েছে।
ইতিমধ্যেই এই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। তারই এক ঝলক নিজেদের ফেসবুক রিলসে শেয়ার করেছে সোনি পিকচার্স। আর এখানেই ভারতীয় স্পাইডারম্যানের ফার্স্ট লুক দেখা গিয়েছে। সঙ্গে তাঁর সঙ্গীরও।
এই ছবির নাম দেওয়া হয়েছে, ‘স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স।’
স্পাইডারম্যান ভক্তদের কাছে এই চরিত্রকে আরও আপন, আর নিজের করে করে তুলতেই এই প্রচেষ্টা। এমনিতে দেশে স্পাইডারম্যানের ছবির ব্যবসা বেশ ভালোই হয়। একই সঙ্গে এই সুপারহিরোর ক্রেজ দেশে বরাবরই বেশি। সেই উন্মাদনাকে কাজে লাগিয়েই নতুন রূপে আসছেন তিনি। কেবল পিটার পার্কার নয়, নাম বদলে পবিত্র প্রভাকর হয়েছেন তিনি। নাম বদলে দেশি নাম হয়েছে যখন পোশাকেও তো বদল আসতে হবে! তাই না? আর সেই কারণেই সেখানেও নতুনত্ব দেখা গিয়েছে। প্রকাশ্যে আসা পোস্টারে তাঁকে ধুতি গোছের কিছু পরে থাকতে দেখা যাচ্ছে। নীল রঙের ধুতি আর উপরে লাল পোশাক। সঙ্গে তাঁর লম্বা চুল নজর এড়াবে না কারও। এই স্পাইডারম্যান যেন চেনা হয়েও বেশ অচেনা। তবে এই সুপারহিরোর বাড়ি কোথায় সেটা অবশ্য এখনই জানা যায়নি। কিন্তু যেহেতু তিনি এই দেশেরই বাসিন্দা তাই মনে করা হচ্ছে কোনও এক রাজ্যের কোনও এক প্রান্তেই হবে। দেশের নাগরিকদের বাঁচাতে তিনি কলকাতা থেকে দিল্লি ছুটে বেড়াবেন। থুড়ি ঝুলে ঝুলে উড়ে বেড়াবেন এই শহর থেকে সেই শহর।
তবে আপনি যদি এই সুপারহিরোর ভক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু সুযোগ রইল এবার তাঁকে নিজের মাতৃভাষায় কথা বলতে শোনার। কিন্তু তার জন্য গরমের ছুটি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী ২ জুন মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here