পিছিয়ে পড়ে কোনও রকমে ড্র, প্রিমিয়র লিগে চাপে পড়ে গেল আর্সেনাল
ফের ধাক্কা খেল আর্সেনাল। প্রিমিয়র লিগে সাউদাম্পটনের বিরুদ্ধে আটকে গেল মিকেল আর্টেটার দল। এই নিয়ে টানা তিন ম্যাচে ড্র করল আর্সেনাল। স্বাভাবিক ভাবেই বেশ কিছুটা চাপে পড়ে গেল তারা। হঠাৎ এমন ফলাফলে অনেকেই অবাক। টানা তিন ম্যাচে জয়ের দেখা নেই আর্টেটার দলের। স্বাভাবিক ভাবেই এমন ফলাফলে হতাশও আর্সেনালের সমর্থকরা।
সাউদাম্পটনের বিরুদ্ধে শুরু থেকেই চাপে থাকে আর্সেনাল। ম্যাচ শুরুর হওয়ার সঙ্গে সঙ্গে গোল হজম করে আর্টেটার দল। ১ মিনিটের মাথায় কার্লোস আলকারাজের গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। শুরুতেই এই ভাবে গোল হজম করতে তা একবারের জন্যও বুঝতে পারেনি আর্সেনাল। ম্যাচের শুরুতেই সাউদাম্পটনের দাপটে কিছুটা হলেও ব্যাকফুটে চলে যায় আর্টেটার দল।
শুরুতেই ধাক্কা খাওয়ায় ম্যাচে ফিরে আসার মরিয়া চেষ্টা করে আর্সেনাল। কিন্তু সেই মুহূর্তে তারা একেবারেই ম্যাচে ফিরতে পারেনি। বরং ফের গোল হজম করতে হয় তাদেরকে। ১৪ মিনিটের মাথায় আর্সেনালের ফুটবলারদের বোকা বানিয়ে গোল করে দলের গোল সংখ্যা বাড়ান থিও ওয়ালকট। পরপর দুই গোল হজম করে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় আর্টেটার দল। ২০ মিনিটের মাথায় গোল করে ব্যবধান কমান গাব্রিয়েল মার্টিনেলি। ব্যবধান কমালেও চাপ মোটেই কমেনি আর্সেনালের। প্রথমার্ধেই দুই গোল হজম বেশ চাপে রাখে তাদের। তবে প্রথমার্ধে আর কোনও দলই গোল করতে পারেনি। ২-১ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করতে হয় আর্সেনালকে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর শপথ নিয়ে মাঠে নামে আর্টেটার দল। কিন্তু বিপক্ষ দলের চাপে ফের একবার ব্যাকফুটে চলে যায় আর্টেটার দল। ৬৬ মিনিটের মাথায় সাউদাম্পটনের তৃতীয় গোলটি করেন ডুজে কালেটা। ৩-১ গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। পরিস্থিতি যে বেশ জটিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে তা একেবারেই বুঝতে পারেনি আর্টেটার দল।
তৃতীয় গোল হজমের পর ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় তারা। একটা সময় মনে হয়েছিল আর্সেনালের বিরুদ্ধে জয়ের মুখ দেখতে সাউদাম্পটন। কিন্তু তা হয়নি। ম্যাচের একেবারে শেষের দিকে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ৮৮ মিনিটের মাথায় গোল করে ব্যবধান কমান মার্টিন ওডিগার্ড। এর মিনিট ২ পর ফের গোল করে আর্সেনাল। ৯০ মিনিটের মাথায় বুকায়ো সাকার গোলে হার বাঁচানোর পাশাপাশি সমতা ফেরায় আর্সেনাল। ৩-৩ গোলে ড্র হয় এই ম্যাচ। এই ড্রয়ের ফলে ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে প্রথমেই রইল আর্টেটার দল। অন্যদিকে একেবারে শেষে থাকা সাউদাম্পটন লড়াই করে চমকে দিল আর্সেনালকে। ৩২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে একেবারে শেষে অর্থাৎ ২০ নম্বর স্থানে সাউদাম্পটন।
For all the latest Sports News Click Here