পিছিয়ে পড়েও Man U-কে হারাল আর্সেনাল, সিটির থেকে এগিয়ে অনেক, ১৯ বছর পর আসছে লিগ?
শেষপর্যন্ত কি প্রিমিয়ার লিগে ‘কামিং হোম’ হতে চলেছে আর্সেনালের? রবিবার ঘরের মাঠে পিছিয়ে পড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৩-২ গোলে হারানোর পর সেই স্বপ্ন বাস্তব করার পথে আরও একধাপ এগিয়ে গেলেন গানার্সরা। আপাতত প্রিমিয়ার লিগের শীর্ষে আছে আর্সেনাল। একটি ম্যাচ কম খেলেই দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে আছে।
রবিবার এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের শুরুটা ভালো হয়। থমাস পার্টের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু ১৭ মিনিটে দুর্দান্তভাবে প্রথম ধাক্কাটা দেয় ইউনাইটেড। নিখুঁত পাসে মার্কাস রাশফোর্ডকে খুঁজে নেন ব্রুনো ফার্নান্ডেজ। ইংল্যান্ডের তারকা একেবারে হাসতে-হাসতে পার্টেকে টপকে গিয়ে ২৫ গজ দূর থেকে শট মারেন। নীচু শট আর্সেনালের জালে জড়িয়ে যায়।
বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি ম্যান ইউ। সাত মিনিট পরেই জাকার ক্রস থেকে সমতা ফেরান ছন্দে থাকা এডি এনকেতিয়া। সেই গোলের পর গানার্সদের দিকে হাওয়া বইতে থাকে। তবে ম্যান ইউও দমে যায়নি। বরং ফের এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইউনাইটেড। তবে ম্যাকটমিনের চেষ্টা তা রুখে দেন আর্সেনালের গোলকিপার অ্যারন রামসডালে। বিরতিতে খেলার ফল ১-১ ছিল।
দ্বিতীয়ার্ধের শুরুতে ইউনাইটেডকে চাপে ফেলে দেয় আর্সেনাল। লিড নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে আক্রমণে শানাতে থাকে। ৫৩ মিনিটেই সুফল মেলে। বাঁ-পায়ের শট ইউনাইটেডের জালে জড়িয়ে দেন বুকায়ো সাকা। কিন্তু ছয় মিনিট পরেই সমতা ফেরায় ম্যান ইউ। ইউনাইটেডের কর্নার থেকে বল ফস্কে দেন আর্সেনাল গোলকিপার। হেডারে গোল করে যান আর্জেন্তিনার লিয়ান্দ্রো মার্টিনেজ।
গোল খেয়ে ফের নড়েচড়ে বসে আর্সেনাল। সাকার শট পোস্টে লাগে। এনকেতিয়া জোরালো শট রুখে দেন ম্যান ইউ গোলকিপার। আর্সেনালের চাপে সেইসময় বেশিক্ষণ নিজেদের কাছে বলই রাখতে পারছিলেন না ম্যান ইউয়ের খেলোয়াড়রা। শেষপর্যন্ত ৯০ মিনিটে গোল করে ৩-২ ব্যবধানে আর্সেনালের জয় নিশ্চিত করেন। যে জয়ের ২০০৪ সালের পর ফের প্রিমিয়ার লিগ জেতার যে স্বপ্নের জাল বুনতে শুরু করেছেন আর্সেনালের সমর্থকরা, তা আরও কিছুটা মজবুত হল।
প্রিমিয়ার লিগ তালিকা
আপাতত প্রিমিয়ার লিগের শীর্ষে আছে আর্সেনাল। ১৯ ম্যাচে পয়েন্ট ৫০। জিতেছে ১৬ টি ম্যাচে। দ্বিতীয় স্থানে সিটির পয়েন্ট ৪৫। তবে সিটির থেকে একটি ম্যাচ কম খেলেছে আর্সেনাল। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে নিউক্যাসেল ইউনাইটেড এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দু’দলেরই ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট থাকলেও গোলপার্থক্যে এগিয়ে আছে নিউক্যাসল।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here