পিছিয়ে গেল রণবীরের ছবির মুক্তির দিন, ১১ অগস্টের বদলে কবে রিলিজ করবে ‘অ্যানিমাল’
রণবীর কাপুর এবং রশ্মিকা মন্দানা অভিনীত ‘অ্যানিমাল’ ছবিটির আগামী ১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আগামী মাসে আসছে না এই ছবি। পিছিয়ে গেল রিলিজের দিন। সন্দীপ ভাঙ্গা পরিচালিত এই ছবিটি এবার চলতি বছরের ১ ডিসেম্বর মুক্তি পাবে। ফলে দর্শকদের যে রণবীরকে রাফ অ্যান্ড টাফ লুকে দেখার জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে সেটা বলাই বাহুল্য।
প্রাথমিক ভাবে জানানো হয়েছিল ১১ অগস্ট মুক্তি পাবে রণবীর কাপুর অভিনীত এই ছবি। হিসেব মতো বক্স অফিসে এই ছবির সঙ্গে টক্কর জমত সানি দেওলের ‘গদর ২’, এবং অক্ষয় কুমারের ‘OMG 2’ ছবি দুটির। একই দিনে মুক্তি পাচ্ছে দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। কিন্তু এখন জানিয়ে দেওয়া হল সেই ছবি মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
ছবির টিমের তরফে জানানো হয়েছে VFX -এর উপর আরও কাজ প্রয়োজন। তাই এখনই মুক্তি পাবে না এই ছবি। রিপোর্ট অনুযায়ী এই ছবির মাধ্যমে পরিচালক বিশ্বমানের VFX উপহার দিতে চান দর্শকদের। আর সেটার জন্য এখনও বেশ খাটতে হবে। ছবির অ্যাকশন দৃশ্যের VFX -এ বদল আনা হবে। তাই অগস্টে কোনও ভাবেই এই ছবিকে মুক্তি দেওয়া সম্ভব হবে না। এই কারণেই ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বরে।
১ ডিসেম্বরকে এই ছবির নতুন মুক্তির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। তার ঠিক তিন সপ্তাহ আগেই মুক্তি পাবে ‘টাইগার ৩’। ফলে আশা করা হচ্ছে বক্স অফিসে প্রভাব ফেলতে বিশেষ অসুবিধা হবে না রণবীরের ছবির। একই সঙ্গে বড়দিনে মুক্তি পাবে শাহরুখ এবং রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’। তার মানে দুদিকেই ভালো সময় পেয়ে যাবে এই ছবি ব্যবসা করার জন্য।
ইতিমধ্যেই যদিও ‘অ্যানিমাল’ ছবিতে রণবীরের লুক কেমন হবে তার প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। সঙ্গে প্রকাশ্যে এসেছে টিজারও। আর বলাই বাহুল্য অভিনেতার এই রাফ অ্যান্ড টাফ লুক দর্শকদের বিশাল মনে ধরেছে।
For all the latest entertainment News Click Here