পিছল জেনেলিয়া-রীতেশের ছবি মুক্তির দিন, নেপথ্যে কি ‘গল্পচুরি’ নিয়ে আইনি নোটিশ?
আগামী শুক্রবার অর্থাৎ ১১ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল মিস্টার মাম্মি ছবিটির। কিন্তু শেষ মুহূর্তে এসে পিছিয়ে গেল ছবি মুক্তির দিন। অভিনয়ে আছেন রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজা। জানা গিয়েছে আগামী শুক্রবারের বদলে তার পরের শুক্রবার অর্থাৎ ১৮ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। এই ছবির প্রযোজনা সংস্থার তরফে এমনটাই জানানো হয়েছে। কিন্তু আচমকা ছবি মুক্তির মাত্র কয়েক দিন আগে এরম সিদ্ধান্ত কেন নেওয়া হল? সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।
আকাশ চট্টোপাধ্যায়, টলিউডের এক প্রযোজক কিছুদিন আগে গল্প চুরির অভিযোগ এনেছেন বলিউডের বিরুদ্ধে। সেই কারণেই কি এমন সিদ্ধান্ত নেওয়া হল? উত্তর না মিললেও প্রশ্নটা উঠছেই।
আকাশ চট্টোপাধ্যায় জানান যে মিস্টার মাম্মি ছবিটির গল্প নাকি তাঁর। এটা তাঁর ভাবনা। এমনটা জানিয়ে তিনি গত মাসের ৩১ তারিখ ফেসবুকে বেশ কয়েকটি স্ক্রিনশট পোস্ট করেন। এবং এই স্ক্রিনশটের ভিত্তিতেই দাবি করেন শাদ আলি পরিচালিত ছবি মিস্টার মাম্মির গল্প তাঁর। ২০১৯ সালে নাকি তিনি এই চিত্রনাট্য লিখেছিলেন এবং সেই কথা তিনি টি সিরিজের কর্ণধারকে জানিয়েছিলেন বলেও দাবি করেন। টি সিরিজের নাকি এই গল্প পছন্দ হয়েছিল। তাঁর সেই চিত্রনাট্য অনুযায়ী এক যুবক গর্ভবতী হন। ‘ভিকি পেট সে’ নাম দেওয়া হয়েছিল সেই ছবির। যিনি বলিউডে বারংবার ছক ভাঙা চরিত্রে অভিনয় করেন সেই আয়ুষ্মান খুরানাকে তিনি চেয়েছিলেন মূল চরিত্রে।
অনেক দূর কথা এগোনোর পর প্রযোজক সংস্থার তরফে আর কোনও উদ্যোগ দেখা যায়নি বলেই জানান আকাশ তাঁর পোস্টে। এরপর আচমকা জেনেলিয়া ডিসুজা এবং রীতেশ দেশমুখ অভিনীত মিস্টার মাম্মি ছবির ট্রেলার প্রকাশ্যে আসে। তখনই আকাশ বোঝেন যে তাঁর গল্প চুরি হয়েছে। এরপর সোশ্যাল মিডিয়ায় তিনি অভিযোগ জানান যে তাঁর গল্প চুরি হয়েছে।
বহুদিন বাড়ে রীতেশ এবং জেনেলিয়াকে বড় পর্দায় দেখা যাবে এই ছবির মাধ্যমে। তাঁরা একত্রে ২০০৩ সালে তুঝে মেরি কসম ছবি দিয়ে তাঁদের বলিউডের জার্নি শুরু করেন। এরপর তাঁদের প্রেম হয় এবং তারপরও ২০১২ সালে বিয়ে করেন। বর্তমানে তাঁদের দুই পুত্র আছে, রিয়ান এবং রাহিল। কিন্তু সেই ছবি মুক্তির আগেই এমন অভিযোগ উঠল। আকাশ জানিয়েছেন ছবিতে তাঁর নাম দেখা গেলেই হবে। তিনি যে পোস্ট করেছেন ফেসবুকে সেখানে তিনি একদাগিক হ্যাশট্যাগ দিয়েছেন আর তার একটি হ্যাশট্যাগ হল লিগ্যাল নোটিশ। তাই মনে করা হচ্ছে আকাশ চট্টোপাধ্যায়ের এই পোস্টের পরেই ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
For all the latest entertainment News Click Here