পিছনে দৌড়ে-দৌড়ে ডাইভ, ৪৪ বছরে LLC-তে দুর্ধর্ষ ক্যাচ WI-র প্রাক্তনীর- ভিডিয়ো
চুয়াল্লিশ বছরের কেউ একজন সত্যিই কি এরকম ক্যাচ নিতে পারেন? রিকার্ডো পাওয়ালের অবিশ্বাস্য ক্যাচ দেখার পর নিজেদেরই সেই প্রশ্নটাই করছেন নেটিজেনদের একাংশ। নিজেরাই নিজেদের গায়ে চিমটি কাটছেন। এখনও তাঁরা বিশ্বাস করতে পারছেন না যে সত্যি-সত্যিই ৪৪ বছরে পাওয়াল ওই ক্যাচটা ধরেছেন। ওই ক্যাচ ধরার ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
শনিবার দোহায় লেজেন্ডস লিগ ক্রিকেটে ইন্ডিয়া মহারাজাসকে দুই রানে হারিয়ে দিয়েছে ওয়ার্ল্ড জায়েন্টস। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৮ তম ওভারের শেষ বলে সেই দুর্ধর্ষ ক্যাচ নেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার তথা ওয়ার্ল্ড জায়েন্টসের ক্রিকেটার পাওয়েল। ১৮ তম শেষ বলে বড় শট মারতে যান ইন্ডিয়া মহারাজাসের ইউসুফ পাঠান। কিন্তু টিনো বেস্টের বলটা ঠিকমতো মারতে পারেননি। লং-অনের দিকে বলটা উড়ে যায়। পিছন দিকে দৌড়ে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন পাওয়েল। যিনি বল হাতে তিন ওভারে ১৬ রান দিয়ে দুই উইকেট নেন।
যে দুর্দান্ত অনুমান ক্ষমতার পরিচয় দেন পাওয়াল এবং যে ক্ষিপ্রতায় নিজের শরীর ছুঁড়ে দেন, সেটা করতে পারলে এখন যে খেলোয়াড়রা নিয়মিত খেলেন, তাঁরাও গর্ববোধ করতেন। ফিঞ্চরা যে ম্যাচটা জিতেছেন, তাতে পাওয়ালের ওই ক্যাচের কৃতিত্ব নেহাত কম কিছু নয়। ওই সময় ইউসুফ ক্রিজে থাকলে শেষপর্যন্ত ম্যাচ জিতেই মাঠ ছাড়ত ইন্ডিয়া মহারাজাস। যে ক্যাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: শেন ওয়ার্নকে মনে করালেন ভাজ্জি, ক্রিস গেইলকে পায়ের পিছন দিয়ে বোল্ড করে চমক!
ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়েন্টস
শনিবার দোহায় প্রথমে ব্যাট করে আট উইকেটে ১৬৬ রান তোলে অ্যারন ফিঞ্চ, ক্রিস গেইলদের দল। ৩১ বলে ৫৩ রান করেন অধিনায়ক ফিঞ্চ। ৩২ বলে ৫৫ রান করেন শেন ওয়াটসন। ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেন হরভজন সিং। দুই ওভারে ১৩ রান দিয়ে চার উইকেট নেন। চার ওভারে ১৭ রান দিয়ে দুই উইকেট নেন রাজস্থান রয়্যালসের প্রাক্তন বোলার প্রবীণ তাম্বে। চার ওভারে ৩৪ রান দিয়ে একটি উইকেট পান ইরফান পাঠান। অশোক দিন্দা কোনও উইকেট না পেলেও ভালো বোলিং করেন। তিন ওভারে ১৭ রান দেন। একটি মেডেন ওভারও করেন। তবে বেধড়ক মার খান প্রজ্ঞান ওঝা। দু’ওভারে ৪২ রান দেন।
আরও পড়ুন: ভিডিয়ো: ম্যাচ জিতে মহিলা আম্পায়ারের সঙ্গে এটা কী করতে যাচ্ছিলেন আফ্রিদি!
সেই রান তাড়া করতে নেমে ভালো শুরু করেন রবিন উত্থাপ্পা এবং গৌতম গম্ভীর। যাঁরা একটা সময় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে ওপেন করতে নামতেন। ২০১৪ সালে আইপিএলও জিতেছিল। ৪২ বলে ৬৮ রান করেন গম্ভীর এবং ২১ বলে ২৯ রান করেন উত্থাপ্পা। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় হেরে যায় ইন্ডিয়া।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here