পিছনে দুবাই আই হুইলস, ইয়টের উপর কেক ২৩ বছরের জন্মদিন উদযাপন অদ্রিজার! সঙ্গী কে?
২৩-এ পা রাখলেন অভিনেত্রী অদ্রিজা রায়। এই বছর জন্মদিনটা কাটালেন আরবের দেশে। দুবাইয়ে দুধসাদা ইয়টে উপর গাঢ় নীল শাড়িতে লাস্যময়ী লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। চোখে রোদচশমা, পিছনে দুবাই আই হুইলস- এ ভাবেই ২৩তম জন্মদিন পালন করলেন নায়িকা!
জন্মদিনের আগের রাত থেকেই উদযাপন, উল্লাসে মেতে উঠেছিলেন নায়িকা। হোটেল রুমে প্রথমে কেক কেটে উদযাপন করেন। সক্কাল সক্কাল ইয়টে নীল শাড়িতে ‘নীলাম্বরী’ হয়ে ধরা দেন নায়িকা। ইয়টের উপরও চলে কেক কাটা, উল্লাসের পর্ব।
আরও পড়ুন: Miss India 2022: কর্ণাটকের সিনির মাথায় উঠল তাজ, নতুন ভারত সুন্দরীর পরিচয় জানেন?
এরপর জন্মদিনের সন্ধ্যে বেলা টুকটুকে লাল কাঁধ খোলা পোশাকে ধরা দেন টলি সুন্দরী। এ দিন সকাল থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন অদ্রিজা। প্রথম সারির রূপসজ্জাশিল্পী বান্ধবীর সঙ্গে দুবাই সফরে অভিনেত্রী।
প্রসঙ্গত, একটা সময় অদ্রিজা রায় আর ক্রুশল আহুজার প্রেমের চর্চা ছিল টেলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘কি করে তোকে বলব’ তারকার সঙ্গে অদ্রিজার সম্পর্কের সমীকরণ বারবার উঠে এসেছে আলোচনায়। কিন্তু প্রকাশ্যে প্রেমের কথা দুজনে কোনওদিন স্বীকার করেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর মন্তব্য ছিল, ‘ভবিষ্যতে আমি ইন্ডাস্ট্রির কারুর সঙ্গে প্রেম করতে চাই না। আমি যে ধরণের মানসিকতার মেয়ে তাতে আমার সমস্যা হয়ে যায়। আমি ভবিষ্যতে যদি বাইরের কারুর সঙ্গে থাকি, তাহলে আমি ভালো থাকতে পারব।’ আক্ষেপের সুরে বলেছিলেন, ‘এতো কষ্ট পেয়েছে আর ইচ্ছা নেই (প্রেম করবার)’।
For all the latest entertainment News Click Here