পিচ নিয়ে জবাব দেবেন একমাত্র কিউরেটারই- ক্ষোভ উগরালেন পরশ মামরে
শুভব্রত মুখার্জি: ভারত বনাম নিউজিল্যান্ডের চলতি টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচের আসর বসেছিল লখনউয়ের একানা স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ হারের পরে এই ম্যাচ ছিল ভারতের কাছে মরণ-বাঁচন ম্যাচ। জিততে না পারলেই খোয়াতে হত সিরিজ। এমন অবস্থায় ভারত ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ঠিকই, তবে চরম বিতর্ক শুরু হয়েছে লখনউয়ের একানা স্টেডিয়ামের ২২ গজ নিয়ে। রবিবার ম্যাচ শেষে হার্দিক পাণ্ডিয়া পিচ নিয়ে তাঁর ক্ষোভের কথা গোপন রাখেননি। পিচকে জঘন্যও আখ্যা দেন তিনি। একানার পিচ নিয়ে সিনিয়র দলের বোলিং কোচ পরশ মামরের কাছেও প্রশ্ন করা হয়েছিল। বিরক্ত পরশ মামরে স্পষ্ট বলে দেন, পিচ নিয়ে ভালো বলতে পারবেন পিচ প্রস্তুতকারক!
আরও পড়ুন: শিখরকে ফেরানো হবে, নাকি শুভমন-ইশানই ভরসা, ওপেনার বিতর্কে রং চড়ালেন অশ্বিন
ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে পরশ মামরে বলেন, ‘পিচ নিয়ে বলার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি পিচ প্রস্তুতকারক। এই বিষয়ে তিনি-ই জবাব দিতে পারবেন। ১২০-১৩০ রানের মধ্যে এই উইকেটে রান থাকলেই তা খুব শক্ত চ্যালেঞ্জ হত। আমরা খুব ভালো বল করেছি। ওদেরকে ৯৯ রানে আটকে রেখেছিলাম। যা কুর্নিশযোগ্য পারফরম্যান্স। জয়ের জন্য এই লক্ষ্যমাত্রা সহজেই করে ফেলা উচিত ছিল।’
উইকেট নিয়ে বলতে গিয়ে মামরে বলেন, ‘আমরা যখন প্রথম উইকেট দেখি, তখন প্রথমেই বুঝে যাই যে, এটি খুব শুষ্ক উইকেট। মাঝে ঘাসের কভার থাকলেও, তা বিশেষ কিছু ছিল না। দুই প্রান্তে তো একেবারেই কিছু ছিল না। আমরা উইকেট দেখেই বুঝতে পারি যে, এখানে বল টার্ন করতে চলেছে। আমরা তখন উপলব্ধি করতে পারি কাজটা খুব চ্যালেঞ্জিং হতে চলেছে।’
আরও পড়ুন: তুমি এই বলে ম্যাচ শেষ করবে-হার্দিকের কথাতেই বৃদ্ধি পেয়েছিল মনোবল, জানালেন সূর্য
উল্লেখ্য, ম্যাচে ভারত এই ম্যাচে পেসার উমরান মালিককে বসিয়ে যুজবেন্দ্র চাহালকে খেলিয়েছিল। তিনি ২ ওভার বল করে একটি মেডেন ওভার সহ এক উইকেট নেন। দেন মাত্র ৪ রান। এ ছাড়াও রবিবারে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল আরও তিন স্পিনারকে খেলান। দীপক হুডা, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দরকে।
এই প্রসঙ্গে পরশের মত হল, যেহেতু পাওয়ার প্লে-তে কিউয়িদের ডানহাতি ব্যাটাররা ব্যাট করছিলেন, তাই তিনি চাহালকে বেশি বল করিয়েছেন। তিনি বলেন, ‘চাহালকে প্রথম একাদশে নেওয়া হয়েছিল, কারণ আমরা মনে করেছিলাম একজন অতিরিক্ত স্পিনার খেলানো আমাদেরকে সাহায্য করবে। বাস্তবে সেটাই হয়েছে। চাহল দারুণ বোলিং করেছে। ২২ গজ দেখেই এবং স্বতঃস্বূর্ফতাকে সঙ্গী করেই দল এবং কম্বিনেশন ঠিক করতে হয়। হার্দিকও মনে করেছিল, একজন লেগ স্পিনার থাকলে দলের সাহায্য হবে। বল স্পিন করছিল, ডানহাতি ব্যাটার ব্যাট করছিল, ফলে আমাদের বল করতে সুবিধা হচ্ছিল। আর সেই কারণেই ওকে (চাহালকে) পাওয়ার প্লের সময়ে ব্যবহার করা হয়েছে।’
For all the latest Sports News Click Here