পিচে কোনও জুজু ছিল না, ব্যাটাররা ঝিমিয়ে ছিল, হারের পর বিষেদগার SRH কোচ লারার
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের পর টানা তিন ম্যাচে হারের মুখ দেখল সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও হারতে হয়েছে ব্রায়ান লারার দলকে। পরপর ম্যাচ হারে স্বাভাবিক ভাবেই বিরক্ত সানরাইজার্স কোচ ব্রায়ান লারা। দিল্লির বিরুদ্ধে জিততে হলে শেষ ওভারে সানদের প্রয়োজন ছিল ১৩ রান। হাতে ছিল ৪ উইকেট। কিন্তু মুকেশ কুমারের দুর্দান্ত বোলিংয়ের কাছে হার মানতে হয় সানদের। শেষ ওভারে মাত্র ৫ রান দেন বাংলার পেসার। ৭ রানে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। এই নিয়ে টানা দুই ম্যাচে জয়ের মুখ দেখল ডেভিড ওয়ার্নারের দল।
এই ম্যাচ হারের ফলে বেশ বিরক্ত সানরাইজার্স দলের কোচ ব্রায়ান লারা। ম্যাচ শেষে ব্যাটারদের পারফরম্যান্সের বিরক্তি প্রকাশ করলেন এই কিংবদন্তি। দিল্লির বিরুদ্ধে হারের পর সাংবাদিক সম্মেলনে এসে ক্যারিবিয়ান কিংবদন্তি বলেন, ‘পিচ নিয়ে কোনও রকম অযুহাত আমি দিতে চাই না। আমাদের আরও ভালো খেলা উচিত ছিল। আমরা অনেকটা দেরি করে বড় শট খেলা শুরু করেছি। তবে পাওয়ারপ্লেতে আরও বেশি রান হলে এই ম্যাচ জেতা যেত। কিন্তু তা হয়নি। আমাদের বোলাররা ভালো পারফরম্যান্স করলেও ব্যাটাররা প্রত্যাশা মতো নিজেদের কাজটা করতে পারেনি। তবে যাই হোক না কেন, এই রান জয়ের জন্য খুব একটা কঠিন কাজ নয়। কিন্তু আমরা পারিনি। পাওয়ারপ্লেতে আমরা ভালো বল করেছি ঠিক কথা, কিন্তু অক্ষর আমাদের বোলারদের অনেকটাই চাপে ফেলে দেয়। তবে এখনই আমরা হাল ছেড়ে দিচ্ছি না। আমাদের হাতে এখনও অনেক ম্যাচ রয়েছে। ফলে যা কিছু ঘটতে পারে।’
পাশাপাশি দিল্লির ক্রিকেটারদেরও প্রশংসা করেছেন ব্রায়ান লারা। এই ম্যাচে একটা সময় ম্যাচ জয়ের সুযোগও চলে আসে সানদের। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেন তারা। সেই প্রসঙ্গে বলতে গিয়ে লারা বলেন, ‘টি-টোয়েন্টি ম্যাচের প্রথম ১৫ ওভার খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুরুটা ভালো করেছিলাম। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা এই ম্যাচে এগিয়ে ছিলাম। কিন্তু একটা সময়ের পর দিল্লির বোলাররা, বিশেষ করে ইশান্ত শর্মা, মুকেশ কুমার, নর্তজে এবং অক্ষর প্যাটেল খুব ভালো বল করতে থাকে। তখনই আমাদের ব্যাটাররা উইকেট দিয়ে চলে আসে। নইলে এই রান তোলা খুব একটা কঠিন কাজ নয়। এই ম্যাচে কুলদীপ যাদবও খুব ভালো বল করেছে। তবে আমাদের ব্যাটাররা যদি আরও একটু করতে পারত তাহলে এই ম্যাচ আমরা জিততে পারতাম। যাই হোক হার থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here