পাহাড়ে গিয়ে কাছাকাছি সূর্য-দীপা, তবে কি অনুরাগের ছোঁয়া লাগল স্বস্তিকার জীবনে?
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি বেশ কয়েক সপ্তাহ ধরেই ভালো টিআরপি পাচ্ছে। ছোট্ট সোনা রূপার আদো আদো কথা, এবং মিশকার শয়তানি এখনও বহাল আছে। আর এটাই হয়তো এখনও এই ধারাবাহিকের টিআরপিকে ধরে রেখেছে। এত বছর হয়ে গেল দেখা যাচ্ছে তাও সূর্য, দীপার মধ্যে ভুল বোঝাবুঝি মিটছে না। এরই মধ্যে তারা আবার দার্জিলিং বেড়াতে যাচ্ছে। ফলে সবটা নিয়েই এখন এই সিরিয়াল বেশ জমে উঠেছে। কিন্তু একি! কানাঘুষোয় যে শোনা যাচ্ছিল অনস্ক্রিন যতই সূর্য আর দীপার মধ্যে দূরত্ব থাক না কেন আদতে কিন্তু তাঁদের রসায়ন জমে উঠেছে। এবার কি তাতেই সিলমোহর দিলেন স্বস্তিকা ঘোষ, ওরফে দীপা?
টলিউডের অন্দরের খবর, সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা নাকি অফস্ক্রিনেও প্রেম করছেন। তবে সেই কথা প্রকাশ্যে আসার পর সেটা স্পষ্ট নাকচ করে দেন অভিনেত্রী। কিন্তু একি, কাজে দার্জিলিং গিয়েও রোম্যান্টিক মুডে ধরা দিলেন তাঁরা!
অভিনেত্রী এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তাঁকে এবং দিব্যজ্যোতিকে একসঙ্গে দেখা যাচ্ছে। তাঁরা দার্জিলিংয়ের গ্লেনারিজের সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। অভিনেতার কানে কানে কিছু বলছেন অভিনেত্রী। সেটা শুনে পর্দার সূর্য হাসছেন। হাসি লেগে অভিনেত্রীর মুখেও।
এই ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘কথা কিছু বুঝে নিতে হয়।’ ছবি দেখে এটুকু স্পষ্ট যে তাঁরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোর শ্যুটিংয়ের জন্যই পাহাড়ে গিয়েছেন। তবে সেখানে গিয়ে কি বাস্তবেই তাঁদের মধ্যে রসায়ন আরও জমে উঠল? এই প্রশ্নের উত্তর যদিও সময় দেবে। কিন্তু প্রেমের একটা ধোঁয়া তো দেখাই যাচ্ছে তাঁদের মধ্যে, সেটা বলা যায়! আর সেটারই ইঙ্গিত হয়তো তিনি এই পোস্টে দিলেন!
বর্তমানে এই ধারাবাহিক স্টার জলসায় দেখা যাচ্ছে রাত ৯.৩০টা থেকে। সেখানে এখন দেখা যাচ্ছে গোটা পরিবার নিয়ে সূর্য দার্জিলিং বেড়াতে যাচ্ছে। অন্যদিকে দীপারাও পাহাড় যাচ্ছে, তবে আলাদা। কিন্তু যেহেতু গন্তব্য তাঁদের এক, সেহেতু মনে করা হচ্ছে পাহাড়ে হয়ে হয়তো আবার গল্পে নতুন মোড় আসবে।
For all the latest entertainment News Click Here