পাহাড়ের কোলে বসে ‘লগ যা গলে’ গাইছে উচ্ছেবাবু! গানে গানে লতা স্মরণ আদৃতের
দেখতে দেখতে সপ্তাহ পার। লতা মঙ্গেশকরের মৃত্যুর শোক এখনও ভুলতে পারেনি ভারত। কোকিলকণ্ঠী লতা আজীবন আমাদের অন্তরে বেঁচে থাকবেন, কারণ শিল্পীর মৃত্যু হয় না। লতা মঙ্গেশকরকে অভিনব শ্রদ্ধাঞ্জলি দিলেন ‘মিঠাই’ খ্যাত তারকা আদৃত রায়। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়ক তিনি, আর লতার বিখ্যাত গান ‘লগ যা গলে’ গাইলেন অভিনেতা। তাও আবার পাহাড়ের কোলে বসে।
মিঠাই-এর শ্যুটিংয়েই দিন কয়েকের জন্য উত্তরবঙ্গে গিয়েছিলেন আদৃত-সৌমিতৃষারা। আর শ্যুটিংয়ের ফাঁকে পাহাড়ি পরিবেশে বসেই গান গাইলেন আদৃত। একথা তো এতোদিনে সবারই জানা আদৃতের গানের গলা দুর্দান্ত। লতাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আদৃতের গাওয়া এই গান কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল। তাঁর আবেগী কণ্ঠস্বর মুগ্ধ করছে সকলকে। ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে প্রশংসার বন্যা। একজন লিখেছেন, ‘অসাধারণ গেয়েছো, সত্যি উনি অমর। লতা মঙ্গেশকর আজীবন আমাদের মনে বেঁচে থাকবেন’।
৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে মাল্টি-অর্গ্যান ফেলইয়োরের জেরে মৃত্যু হয় লতার। জানুয়ারির প্রথমে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। করোনা জয়ী হলেও, করোনা পরবর্তী শারীরিক জটিলতা কেড়ে নিল ভারতের নাইটিঙ্গেলকে। এই ভিডিয়ো শেয়ার করে আদৃত লিখেছেন, ‘মা সরস্বতীকে উত্সর্গ করে… অমর লতা মঙ্গেশকর’।
সম্প্রতি আদৃতের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। অভিনেতার চর্চিত প্রেমিকার সঙ্গে ভাঙা সম্পর্ক, সহ-অভিনেত্রী কৌশাম্বীর সঙ্গে প্রেম নিয়ে লাগাতার গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও সেইসব নিয়ে মাথা ঘামাতে না-রাজ তিনি। গত সপ্তাহে টিআরপি তালিকায় ১ থেকে সোজা ৫-এ নেমে এসেছে ‘মি্ঠাই’। সেরার মুকুট ফের ফিরে পেতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে মোদক পরিবার।
For all the latest entertainment News Click Here